মোবাইল ফোনের ব্যবসায় নেমেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক প্রতিষ্ঠান। চলতি গ্রীষ্মের মধ্যেই সোনার ফোন বিক্রি করবে ট্রাম্প কোম্পানি। আর এই ফোনের নাম দেওয়া হয়েছে ট্রাম্প ফোন।

মার্কিন প্রেসিডেন্ট তার পদ থেকে লাভবান হচ্ছেন এবং ব্যক্তিগত লাভের জন্য জননীতি বিকৃত করতে পারেন বলে নৈতিক উদ্বেগ বৃদ্ধি পাওয়ার পরেও এটি তার নতুন উদ্যোগের ধারাবাহিকতায় সর্বশেষ যুক্ত হলো।

ব্যবসায় ট্রাম্পের অনুপস্থিতিতে তার পারিবারিক প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশন পরিচালনাকারী ছেলে এরিক ট্রাম্প দেশপ্রেমের উপর জোর দিয়ে বলেছেন, ফোনগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি করা হবে এবং ফোন পরিষেবা দেশে একটি কল সেন্টারও রাখবে।

এপ্রিল মাসে কাতারে ঘোষিত একটি গলফ উন্নয়নসহ মধ্যপ্রাচ্যে টাওয়ার ও রিসোর্টের জন্য বেশ কয়েকটি রিয়েল এস্টেট চুক্তির পরে এই ঘোষণা এলো। ভিয়েতনামে গলফ কোর্স, হোটেল এবং রিয়েল এস্টেট প্রকল্প নির্মাণের জন্য ১৫০ কোটি ডলারের অংশীদারিত্ব গত মাসে অনুমোদিত হয়েছিল, যদিও ট্রাম্প নির্বাচিত হওয়ার আগে চুক্তিটি হয়েছিল।

এরিক ট্রাম্প জানিয়েছেন, গ্রাহকরা এমন একটি ফোন পাওয়ার যোগ্য যা তাদের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ।

তিনি এক বিবৃতিতে বলেছেন, “কঠোর পরিশ্রমী আমেরিকানরা এমন একটি ওয়্যারলেস পরিষেবা পাওয়ার যোগ্য যা সাশ্রয়ী মূল্যের, তাদের মূল্যবোধ প্রতিফলিত করে এবং নির্ভরযোগ্য মানের পরিষেবা প্রদান করে যার উপর তারা নির্ভর করতে পারে।”

সোমবার ট্রাম্প অর্গানাইজেশন জানিয়েছে, আগস্টে ৪৯৯ ডলারে পাওয়া নতুন সোনালী রঙের ফোনটির নাম হবে টিওয়ান।  ট্রাম্প মোবাইল এটি ডিজাইন বা তৈরি করবে না, বরং অন্য কোনো কোম্পানির মাধ্যমে তৈরি করা হবে।

ট্রাম্প অর্গানাইজেশন এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য বারবার অনুরোধের জবাব দেয়নি এবং মন্তব্য করেনি।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জন য

এছাড়াও পড়ুন:

নিষেধাজ্ঞা মেসির পিছু ছাড়ছে না, এবার নিষিদ্ধ হলেন তাঁর দেহরক্ষী

কদিন আগে মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির এক ম্যাচ নিষিদ্ধ হওয়া নিয়ে ঘটে গেছে নানা কাণ্ড। অল স্টার ম্যাচে না খেলার কারণে এই নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল মেসিকে। এমএলএসের এমন সিদ্ধান্তে নাকি একেবারেই খুশি হননি মেসি।

তবে সেই ঘটনার রেশ কাটার আগেই নতুন করে আরেকটি নিষেধাজ্ঞার খবর পেলেন আর্জেন্টাইন কিংবদন্তি। এবার অবশ্য মেসি নিজে নন, নিষিদ্ধ হয়েছে তাঁর দেহরক্ষী। সূত্রের বরাত দিয়ে মেসির দেহরক্ষী ইয়াসিন চুয়েকোর লিগস কাপে নিষিদ্ধ হওয়ার খবরটি দিয়েছে সংবাদমাধ্যম ইএসপিএন।

এর আগে লিগস কাপের শৃঙ্খলা কমিটি জানায়, ইন্টার মায়ামির ক্লাব প্রতিনিধি দলের এক সদস্যকে বুধবার রাতে আটলাসের বিপক্ষে ম্যাচের পর ঘটে যাওয়া একটি ঘটনার কারণে টুর্নামেন্টের বাকি অংশে সব ধরনের টেকনিক্যাল এরিয়ায় প্রবেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে। পরে সূত্র থেকে সেই সদস্য মেসির দেহরক্ষী বলে নিশ্চিত হয় ইএসপিএন।

আরও পড়ুননিষিদ্ধ হয়ে ‘প্রচণ্ড মর্মাহত’ মেসি, মায়ামি সহমালিক বললেন, নিষেধাজ্ঞার নিয়মটি ‘নির্মম’২৬ জুলাই ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা কমিটি জানিয়েছে, ৩০ জুলাই ইন্টার মায়ামি বনাম ক্লাব আটলাস ম্যাচের পর, ইন্টার মায়ামির ক্লাব প্রতিনিধি দলের একজন সদস্য পরিচয়পত্র ছাড়া নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে নিয়মবর্হিভূত আচরণ করেছেন।

নিষেধাজ্ঞার কারণে এক ম্যাচ খেলতে পারেননি মেসি

সম্পর্কিত নিবন্ধ