ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ শীর্ষ সন্ত্রাসী খালেদ মোহাম্মদ তূর্য (২৭) গ্রেপ্তার হয়েছেন। এ সময় তূর্যর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী আইরিন আক্তারকেও (২৬) গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার রাত ১২টা ৪০মিনিটে শহরের ঝিলতুলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তূর্য চরকমলাপুর এলাকার তুষার শিকদারের ছেলে এবং আইরিন একই এলাকার হালিম শেখের মেয়ে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, যৌথ বাহিনী অভিযান চালিয়ে তূর্যের বাড়ির বাথরুমের ওপর থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তল্লাশি চালিয়ে ৬০টি ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তূর্য ফরিদপুর শহরে ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত এবং তার নামে একাধিক মামলা রয়েছে। তিনি ছোট একটি রুম ভাড়া নিয়ে মাদক কারবার পরিচালনা করতেন। তার স্ত্রী আইরিনও এ কাজে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। গ্রেপ্তারের পর তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ