পল্লবী থেকে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার
Published: 20th, June 2025 GMT
রাজধানীর পল্লবীর ১৪ তলা বস্তির পেছনে ময়লার স্তূপ থেকে বুধবার দিবাগত রাতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার রাতে পাঠানো ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
উদ্ধার করা অস্ত্র ও গুলির মধ্যে রয়েছে দুটি বিদেশি শটগান, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৫০ রাউন্ড পিস্তলের তাজা গুলি ও শটগানের ৩১০টি সিসা গুলি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাতে ডিবি ওয়ারী বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পল্লবীর ১৪ তলা বস্তির পেছনে কালশী স্টিল ব্রিজের নিচে ময়লার স্তূপে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি পড়ে আছে। পরে রাত পৌনে ১২টার দিকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ড এমপ
এছাড়াও পড়ুন:
বেনাপোল দিয়ে দুই দিনে ভারতে গেল ৫৬.২৫ মেট্রিকটন ইলিশ
অনুমোদিত ১,২০০ মেট্রিকটন ইলিশের মধ্যে সরবরাহ সীমিত থাকায় গত দুইদিনে ৫৬.২৫ মেট্রিকটন ইলিশ রপ্তানি হয়েছে। এর মধ্যে মঙ্গলবার রাতে ৩৭.৪৬ মেট্রিকটন এবং বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ১৮.৭৯ মেট্রিকটন ইলিশ ভারতে পাঠানো হয়েছে।
বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন অফিসার সজীব সাহা বলেন, “মাছের স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের অনুমতি দেওয়া হয়েছে। আমরা নিশ্চিত করেছি যে রপ্তানির জন্য নির্বাচিত প্রতিটি ইলিশ স্বাস্থ্যসম্মত, রোগমুক্ত এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যোগ্য। এই পরীক্ষা ও মান নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই, যে প্রতিটি চালান নিরাপদ ও উচ্চমানের। এছাড়া, সরবরাহ সীমিত থাকায় দুইদিনের রপ্তানি অনুমোদিত পরিমাণের তুলনায় কম হলেও আমাদের মূল লক্ষ্য মানসম্পন্ন ইলিশ রপ্তানি বজায় রাখা।”
এর আগে বাণিজ্য মন্ত্রণালয় গত বছর ৭৯টি প্রতিষ্ঠানকে ৩,৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল। বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে সব মিলিয়ে ইলিশ রপ্তানি হয় প্রায় ৮০২ টন। এর মধ্যে বেনাপোল বন্দর দিয়েই রপ্তানি হয় ৫৩২.৩ মেট্রিকটন।
স্থানীয় ইলিশ মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠান সততা ফিশ-এর ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, “দূর্গাপূজা ও আসন্ন উৎসবের কারণে ইলিশের চাহিদা বেশি। আমরা চেষ্টা করছি বাজার চাহিদা অনুযায়ী ইলিশ সরবরাহ বজায় রাখতে। তবে মাছের সীমিত পরিমাণ রপ্তানিতে কিছুটা বাধা থাকলেও আমাদের কার্যক্রম সচল রয়েছে।”
ঢাকা/রিটন/এস