ঘিওরে ভাবিকে হত্যার অভিযোগে দেবর গ্রেপ্তার
Published: 21st, June 2025 GMT
মানিকগঞ্জের ঘিওরে গাছ থেকে কাঁঠাল পাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে ভাবি সোভা বেগমকে (৩৫) হত্যার অভিযোগে দেবর রাকিবকে (২৮) গ্রেপ্তার করেছে পিবিআই।
শনিবার (২১ জুন) বিকেলে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাকিব উপজেলার নালী গ্রামের মৃত নীলচান মিয়ার ছেলে।
মানিকগঞ্জ পিবিআইয়ের পরিদর্শক সুখেন্দু বসু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্ত করে রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে।’’
আরো পড়ুন:
মায়ের মৃত্যুর খবরে দেশে আসা প্রবাসীকে পিটিয়ে হত্যা
রাঙ্গুনিয়ায় যুবককে গুলি করে হত্যা
স্থানীয় সূত্রে জানা যায়, সালাম ও রাকিব দুই ভাই। দুজনেই বিবাহিত। দুই ভাইয়ের আলাদা সংসার। তাদের বসতবাড়ির পাশে দুটি কাঁঠালগাছ ছিল। কয়েক মাস আগে রাকিব নিজের ভাগের গাছটি কেটে ফেলেন। শুক্রবার সকালে সালামের স্ত্রী সোভা অপর গাছ থেকে কাঁঠাল পাড়ছিলেন। এসময় রাকিব এসে গাছের কাঁঠালে নিজের অংশ দাবি করেন। এ নিয়ে দেবর-ভাবির মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাকিব ক্ষিপ্ত হয়ে ঘরে গিয়ে একটি ধারালো ছুরি এনে সোভাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই রাকিব পালিয়ে যান।
ঢাকা/চন্দন/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেছেন, ‘‘বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে।’’
সোমবার (৩ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার ও উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহ।
ঢাকা/রতন/রাজীব