জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে।

রবিবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউট নবীন শিক্ষার্থীদের নানা আয়োজনের মাধ্যমে বরণ করে নেয়।

প্রথম দিনের সকাল থেকেই ক্যাম্পাসজুড়ে ছিল নবীনদের পদচারণা ও উৎসাহ-উদ্দীপনার প্রাণবন্ত দৃশ্য। অনেকেই পরিবার বা বন্ধুদের সঙ্গে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ে পা রাখেন।

বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগের শিক্ষার্থী ফারিয়া আক্তার বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া আমার জন্য গর্বের বিষয়। আজ থেকে আমার বিশ্ববিদ্যালয় জীবন শুরু, এবং আমি এই নতুন অধ্যায়ে অনেক কিছু শিখতে উৎসুক।”

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড.

মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, “নবীন শিক্ষার্থীদের জন্য এটি তাদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ধাপ। আমরা চাই, তারা শুরু থেকেই পড়াশোনা ও গবেষণার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলুক।”

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এক বাণীতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমরা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, গবেষণা এবং নৈতিক উন্নয়নের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গঠনের আহ্বান জানাই। আমাদের লক্ষ্য হলো একটি সৃজনশীল ও গতিশীল শিক্ষা পরিবেশ নিশ্চিত করা।”

ঢাকা/লিমন/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রথম

এছাড়াও পড়ুন:

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, ‘‘বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে।’’

সোমবার (৩ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার ও উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহ।

ঢাকা/রতন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ