খাগড়াছড়িতে প্রশিক্ষণকালে অসুস্থ হয়ে এএসআইর মৃত্যু
Published: 2nd, July 2025 GMT
খাগড়াছড়িতে প্রশিক্ষণ চলাকালে অসুস্থ হয়ে মারা গেছেন মোতালেব হোসেন নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)।
বুধবার (২ জুলাই) সকালে খাগড়াছড়ির এপিবিএন বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, সকালে বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রে সেকশন লিডার কোর্সের (এসএলসি) প্রশিক্ষণ চলছিল। এ সময় এএসআই মোতালেব হোসেন পিটিতে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে তাৎক্ষণিকভাবে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
খাগড়াছড়িতে প্রশিক্ষণরত এএসআইয়ের মৃত্যু
রাজধানীর হোটেলে দম্পতি ও সন্তানের মৃত্যু: লক্ষ্মীপুরে দাফন
মোতালেব হোসেন ময়মনসিংহে শিল্প পুলিশের কর্মরত ছিলেন। ছয় সপ্তাহের সেকশন লিডার কোর্সে অংশ নিতে খাগড়াছড়িতে এসেছিলেন তিনি। মোতালেব হোসেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে।
খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডেন্ট ডিআইজি পরিতোষ ঘোষ জানিয়েছেন, সকালে এসএলসির ট্রেনিং চলাকালে এএসআই মোতালেব হোসেন পিটিতে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সব আইনি প্রক্রিয়া শেষে তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা/রূপায়ন/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মামলা করলেন ঢাবির সেই শিক্ষিকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষিকার এডিটেড ও ‘আপত্তিকর’ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে মামলা করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষিকা শেহরীন আনিম ভূঁইয়া মোনামী সোমবার (৩ নভেম্বর) দুপুরে বাদী হয়ে শাহবাগ থানায় মামালাটি করেন।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ মনসুর রাইজিংবিডি ডটকমকে বলেন, “মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তদন্তপূর্বক আসামিদের আইনের আওতায় আনা হবে।”
পুলিশ জানায়, সন্দেহভাজন আসামি মুজতবা খন্দকার সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট। মুজতবা তার ফেসবুক অ্যাকাউন্টে শিক্ষিকার ছবি অশালীনভাবে এডিট করে পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি।”
এছাড়া আরো তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এজাহারে। মামলায় বেশ কিছু অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে, যারা এই ছবি ও তথ্য ছড়াতে সাহায্য করেছেন।
ঢাকা/এমআর/মেহেদী