নদীবিধৌত প্রত্ননগরী মুন্সীগঞ্জে ধারণ করা জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র সংকলিত পর্ব আবারও প্রচারিত হতে যাচ্ছে। আজ ৪ জুলাই, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার হবে বিশেষ এই পর্বটি। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
২০২৩ সালের জুলাই মাসে প্রচারিত এই পর্বটি ধারণ করা হয়েছিল ঐতিহাসিক ইদ্রাকপুর কেল্লার পুকুরের মাঝখানে, কেল্লার আদলে নির্মিত দৃষ্টিনন্দন ভাসমান মঞ্চে। কয়েক হাজার দর্শক নিয়ে আয়োজিত হয়েছিল অনুষ্ঠানটি।

এই পর্বে মুন্সীগঞ্জের সন্তান সংগীতশিল্পী তাহসান পরিবেশন করেছেন নতুন একটি গান। গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। বাংলাদেশের লোকসংগীতের কিংবদন্তি আবদুল আলীমের জনপ্রিয় একটি গান নতুন সংগীতায়োজনে গেয়েছেন সৈকত, শিশু জাহিদ, বাদশা ও শাহজাহান। সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ।

রয়েছে মুন্সীগঞ্জকে নিয়ে একটি পরিচিতিমূলক গানের সঙ্গে স্থানীয় শতাধিক নৃত্যশিল্পীর পরিবেশনা। পদ্মাপাড়ে ধারণ করা গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী।

‘ইত্যাদি’র দৃশ্য.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স গ ত য় জন কর ছ ন

এছাড়াও পড়ুন:

আড়াইহাজারে ছেলের হাতে বাবা নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মো. ইয়াসিন (২২) নামে যুবকের বিরুদ্ধে।

শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী পূর্বপাড়া গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে। 

নিহতের নাম মো. মাহবুব (৪২)। তিনি কৃষি কাজ করতেন। অভিযুক্ত ইয়াসিন ঘটনার পর থেকে পলাতক।

আরো পড়ুন:

ঝিনাইদহে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিকের যাবজ্জীবন

সুন্দরগঞ্জে গৃহবধূকে হত্যা: ২ নারীসহ গ্রেপ্তার ৫

এলাকাবাসী জানায়, সকালে ইয়াসিন তার বাবা মাহবুবের কাছে মোটরসাইকেল কিনতে টাকা চান। মাহবুব টাকা দিতে অস্বীকৃতি জানালে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াসিন উত্তেজিত হয়ে হাতুড়ি দিয়ে মাহবুবকে এলোপাথাড়ি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় মাহবুবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, ‍“পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে।”

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ