সময় কি ফুরিয়ে যাচ্ছে না, স্যাম কনস্টাস?
শুরুটা যশপ্রীত বুমরাকে এলোমেলো করে দিয়ে। অভিষেক টেস্ট ইনিংসেই বুমরার এক ওভারে নিলেন ১৮, যা সময়ের সেরা বোলার বুমরার সবচেয়ে খরুচে। তবে ২০২৪ সালের ডিসেম্বরে মেলবোর্নে ভারতের বিপক্ষের ৬০ রানের ইনিংসটির পর স্যাম কনস্টাস কোথাও যেন হারিয়ে গেছেন। এরপর খেলা ৭ ইনিংসে একবারও ২৫ রানের বেশি করতে পারেননি অস্ট্রেলিয়ার এই ওপেনার।
গতকাল রাতে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ফিরেছেন শূন্য রানে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পরই অ্যাশেজ পরীক্ষা, সেই মঞ্চে অস্ট্রেলিয়া দলে নামটা থাকবে তো কনস্টাসের!
কনস্টাস টেস্ট মেজাজের ব্যাটসম্যান নন— এমন আলোচনা অভিষেকে তিনি ফিফটি পাওয়ার পরই হয়েছিল। ভারত সিরিজ শেষে অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সিরিজে টেস্ট একাদশে তাঁর সুযোগও মেলেনি। সেই সিরিজে অস্ট্রেলিয়ার ওপেনারদের ব্যর্থতা তাঁকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সুযোগ এনে দেয়। এখানেও পরীক্ষাটা কঠিনই।
৪৫ রানে এগিয়ে থেকে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এআইইউবি ইন্টার কলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ শুরু
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসের মাঠে ‘এআইইউবি ইন্টার কলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
গত রোববার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার।
এ সময় আরও উপস্থিত ছিলেন এআইইউবির প্রক্টর মনজুর এইচ খান, ডেপুটি ডিরেক্টর (স্টুডেন্ট সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার) জিয়ারত এইচ খান, ডেপুটি ডিরেক্টর (অ্যাডমিনিস্ট্রেশন) মেজর (অব.) ফয়েজ-উল-বারীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
এআইইউবি অফিস অব স্পোর্টসের উদ্যোগে এবং অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের (ওএসএ) সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় ঢাকা শহরের বিভিন্ন কলেজের ৩২টি দল অংশগ্রহণ করছে।
ক্রিকেটের প্রতিভা বিকাশ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ক্রীড়া-সম্ভাবনা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।