Prothomalo:
2025-11-03@13:50:37 GMT

সেই কনস্টাস কোথায় হারালেন

Published: 5th, July 2025 GMT

সময় কি ফুরিয়ে যাচ্ছে না, স্যাম কনস্টাস?

শুরুটা যশপ্রীত বুমরাকে এলোমেলো করে দিয়ে। অভিষেক টেস্ট ইনিংসেই বুমরার এক ওভারে নিলেন ১৮, যা সময়ের সেরা বোলার বুমরার সবচেয়ে খরুচে। তবে ২০২৪ সালের ডিসেম্বরে মেলবোর্নে ভারতের বিপক্ষের ৬০ রানের ইনিংসটির পর স্যাম কনস্টাস কোথাও যেন হারিয়ে গেছেন। এরপর খেলা ৭ ইনিংসে একবারও ২৫ রানের বেশি করতে পারেননি অস্ট্রেলিয়ার এই ওপেনার।

গতকাল রাতে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ফিরেছেন শূন্য রানে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পরই অ্যাশেজ পরীক্ষা, সেই মঞ্চে অস্ট্রেলিয়া দলে নামটা থাকবে তো কনস্টাসের!

কনস্টাস টেস্ট মেজাজের ব্যাটসম্যান নন— এমন আলোচনা অভিষেকে তিনি ফিফটি পাওয়ার পরই হয়েছিল। ভারত সিরিজ শেষে অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সিরিজে টেস্ট একাদশে তাঁর সুযোগও মেলেনি। সেই সিরিজে অস্ট্রেলিয়ার ওপেনারদের ব্যর্থতা তাঁকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সুযোগ এনে দেয়। এখানেও পরীক্ষাটা কঠিনই।

৪৫ রানে এগিয়ে থেকে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কনস ট স স ট ইন

এছাড়াও পড়ুন:

টাঙ্গাইলের ৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলে ৮টি আসনের মধ্যে ৭টিতে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। 

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন। তবে, টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে। 

আরো পড়ুন:

কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন

বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী

প্রকাশিত তালিকা অনুযায়ী টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ারে) আসনে উপজেলা বিএনপির সদস্য রবিউল আউয়াল লাভলু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক  আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইল-৮ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের নাম ঘোষণা করা হয়েছে।  

বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর টাঙ্গাইলের বিভিন্ন স্থানে প্রার্থীর সর্থকদের উল্লাস করতে দেখা গেছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে সব আসনে বিএনপির একাধিক মনোনয়নপ্রার্থী ছিল। এর মধ্যে টাঙ্গাইল-৫ (সদর) আসনে একাধিক প্রার্থী থাকলেও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ব্যাপক গণসংযোগে করেছেন। বিএনপির নেতাকর্মীদের ধারণা ছিলো, টুকু ও ফরহাদের মধ্যে একজন টাঙ্গাইল-৫ আসন থেকে মনোনয়ন পাবেন। 

ঢাকা/কাওছার/রফিক

সম্পর্কিত নিবন্ধ