আমরা যেনতেন কোনো নির্বাচন চাই না: জামায়াত আমির শফিকুর রহমান
Published: 5th, July 2025 GMT
নির্বাচন নিয়ে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আমরা যেনতেন কোনো নির্বাচন চাই না।’
আজ শনিবার সকাল সোয়া ৭টার দিকে ফেনীতে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে এক পথসভায় এ কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, ‘নতুন-পুরোনো বুঝি না, ভবিষ্যতে যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে রক্তের মাধ্যমে স্বৈরাচার বিদায় হয়েছে, সেই রক্তের সঙ্গে কাউকে বেইমানি করতে দেব না। তাঁদের রক্তের মূল্য আমরা পরিশোধ করতে চাই। আমরা চাই এই ধরনের আত্মত্যাগ যেন জাতিকে বারবার দিতে না হয়। কাজেই আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার ওপর সেটা নির্ভর করবে।’ রাজনীতির নামে যারা অপকর্ম ও লুটপাট করছে, তাদের সাবধান হতে বলেন তিনি। না হলে জনগণই তাদের জবাব দেবে।
এর আগে আজ সকাল ৭টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আলেখারচর আরেকটি পথসভায় জামায়াতের আমির বলেন, ‘দীর্ঘদিনের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন। আমরা ১৪, ১৮ ও ২৪ মার্কা নির্বাচন চাই না। এ ধরনের কিছু আলামত লক্ষ করা যাচ্ছে। যারা এ ধরনের অপকর্মের চিন্তা করছেন, তাঁদের জন্য আমাদের স্পষ্ট বার্তা—মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করব। এ ক্ষেত্রে এই জাতি কাউকে কোনো ছাড় দেয়নি, আমরাও দেব না।’ চাঁদাবাজমুক্ত, দখলবাজমুক্ত সমাজ গড়ে তুলতে আল্লাহর আইনের বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি।
কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে দুটি পথসভা সঞ্চালনা করেন মহানগরের সেক্রেটারি মাহবুবর রহমান। পথসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, কুমিল্লা জেলা দক্ষিণের আমির মোহাম্মদ শাজাহান, উত্তরের জেলা আমির আবদুল মতিন, মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন, এ কে এম এমদাদুল হক, কুমিল্লা-৮ আসনের জামায়াত–মনোনীত প্রার্থী শফিকুল আলম, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মু.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র রহম ন রক ত র র আম র
এছাড়াও পড়ুন:
ফ্যাসিষ্টদের ফ্যাসিজমের কার্ক্রমে জিরো টলারেন্স ঘোষনা করা হলো : প্রিন্সিপাল ড. ইকবাল
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও এডুকেশন সোসাইটির পরিচালক, নারায়ণগঞ্জ -৩, সোনারগাঁ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূইয়া বলেন- ফ্যাসিষ্টদের আর কোন কার্যক্রম করতে দেওয়া হবে না। ফ্যাসিষ্টদের ফ্যাসিজমের কার্ক্রমে জিরো টলারেন্স ঘোষনা করা হলো।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষ্যে সনমান্দী ইউনিয়ন জামায়াত আয়োজিত গণসংযোগ ও পথসভায় তিনি এ বলেন। শুক্রবার (৪ জুলাই) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডে গণসংযোগ শেষে দড়িকান্দি বাসস্ট্যান্ডে এ পথসভা অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, সোনারগাঁয়ে কোন প্রকার চাঁদাবাজি থাকবে না। কেউ যদি অন্যায় অত্যাচার করতে চায় আর কাউকে অন্যায় করার সুযোগ দেওয়া হবেনা। জামায়াত ও শিবিরের কর্মীদের গায়ে যদি হাত তোলা হয়, তাহলে ঐ হাত কিন্তু আর হাতের জায়গায় থাকবেনা।
এ সময় থানা আমির মাহবুবুর রহমানের সভাপতিত্বে গণসংযোগ ও পথ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁ দক্ষিন শাখার আমীর মো. মাহবুবুর রহমান, সোনারগাঁ দক্ষিন শাখার সেক্রেটারী মো. আসাদুল ইসলাম, সনমানদী ইউনিয়নের আমীর মাওলানা মোমিনুল ইসলাম ও সেক্রেটারী মাওলানা বেলাল শাহ সহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা।