উইম্বলডনে ‘লাকি লুজার’ আর্জেন্টাইন মেয়ের ইতিহাস, পকেটে এরই মধ্যে সাড়ে তিন কোটি টাকা
Published: 5th, July 2025 GMT
এক সপ্তাহ আগেও সোলানা সিয়েরা ব্যস্ত ছিলেন কীভাবে বাড়ি ফিরবেন, তা নিয়ে। উইম্বলডনের কোয়ালিফাইং রাউন্ড থেকেই যে বিদায় নিয়েছিলেন আর্জেন্টাইন এই নারী খেলোয়াড়। সেই সিয়েরা আগামীকাল উইম্বলডনের নারী এককে চতুর্থ রাউন্ড খেলতে নামবেন অল ইংল্যান্ড ক্লাবে।
অন্যের দুর্ভাগ্যে সৌভাগ্যবান হয়ে উইম্বলডনের মূল পর্ব সুযোগ পাওয়া এই সিয়েরা ইতিহাস গড়ে ফেলেছেন। ২১ বছর বয়সী এই আর্জেন্টাইন খেলোয়াড় ওপেন যুগে প্রথম ‘লাকি লুজার’ হিসেবে উইম্বলডনের নারী এককে চতুর্থ রাউন্ডে উঠেছেন।
‘লাকি লুজার’ বলা হয় সেই সব খেলোয়াড়কে, যাঁরা বাছাইপর্বে হেরে যান, কিন্তু মূল পর্ব শুরুর আগে কেউ চোটে ছিটকে গেলে তাঁদের জায়গায় সুযোগ পান।
তিনি যে লাকি লুজার হিসেবে সুযোগ পাচ্ছেন, সেই খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যেই কোর্টে নামতে হয়েছিল সিয়েরাকে। ‘বেলজিয়ামের গ্রিট মিনেন চোটে ছিটকে গেছেন, আপনি সুযোগ পেয়েছেন, জলদি কোর্টে চলে আসুন’—উইম্বলডন কর্তৃপক্ষের কাছ এই বার্তাই পেয়েছিলেন সিয়েরা। এরপর তো ইতিহাস।
প্রথম রাউন্ডে অস্ট্রেলিয়ার অলিভিয়া গাদেস্কি, দ্বিতীয় রাউন্ডে ব্রিটেনের কেটি বোল্টার ও সর্বশেষ তৃতীয় রাউন্ডে স্পেনের ক্রিস্টিনা বুশাকে ৭-৫, ১-৬, ৬-১ গেমে হারিয়ে ইতিহাস গড়লেন বিশ্বের ১০১ নম্বর নারী খেলোয়াড় সিয়েরা।
দ্বিতীয় রাউন্ডে ব্রিটেনের কেটি বোল্টারকে হারানোর পর সোলানা সিয়েরা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইম বলডন র র উন ড
এছাড়াও পড়ুন:
জোকোভিচের সামনে ‘সেঞ্চুরির’ হাতছানি
নোভাক জোকোভিচ জানতেন কি না, তা বলা যাচ্ছে না। তবে সঞ্চালক জানাতেই মজা করে বললেন, ‘তার মানে আমি অনেক দিন ধরে খেলছি!’
উইম্বলডনে ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে নামা ব্রিটেনের ড্যান ইভান্সকে আজ ৬–৩, ৬–২, ৬–০ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছেন জোকোভিচ। সময় নিয়েছেন ১ ঘণ্টা ৪৭ মিনিট। উইম্বলডনে এটি সার্বিয়ান কিংবদন্তির ৯৯তম জয়, ম্যাচ শেষে তাঁকে সেটিই জানানো হয়েছিল।
আরও পড়ুনউইম্বলডনে জয়ে ছিল কোটিপতি হওয়ার সুযোগ, ছাত্র হওয়ায় লাখপতি হতে হচ্ছে০১ জুলাই ২০২৫ঘাসের কোর্টের এই গ্র্যান্ড স্লামে জোকোভিচ ১০০তম জয়টা পেতে পারেন শনিবারই। মাইলফলক ছোঁয়ার সম্ভাব্য ম্যাচে প্রতিপক্ষ তাঁরই স্বদেশি মিওমির কেচমানোভিচ।
উইম্বলডনে আজ নিজের ৯৯তম ম্যাচ জিতেছেন জোকোভিচ