স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে মানিকগঞ্জ জেলা কারাগারে মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (৬ জুলাই) সকাল ১০টায় শুরু হওয়া এ কার্যক্রমে কারাগারের অভ্যন্তরসহ কারা এলাকার আশপাশে ছিটানো হয় কীটনাশক।

কারা কর্তৃপক্ষ জানায়, বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কারাগারের কর্মকর্তা-কর্মচারীসহ স্কাউট সদস্য ও উচুটিয়া হাফিজিয়া ও দাখিল মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা এ কার্যক্রমে অংশ নেন। 

মানিকগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ হুমায়ুন কবীর খান জানান, বন্দিদের সুস্থতা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। নিয়মিত পরিচ্ছন্নতা রক্ষা ও মশক নিধন কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।

আরো পড়ুন:

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯৪, সর্বোচ্চ বরিশালে

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০৪

 

এ সময় অন্যদের মধ্যে জেলার (ভারপ্রাপ্ত) সৈয়দ মো.

জাবেদ খান, ডেপুটি জেলার ফেরদৌস মিয়া, উচুটিয়া হাফিজিয়া ও দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল আবুল খায়ের মোহাম্মদ বাশির প্রমুখ উপস্থিত ছিলেন। 

ঢাকা/চন্দন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, ‘‘বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে।’’

সোমবার (৩ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার ও উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহ।

ঢাকা/রতন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ