উইম্বলডনে নাটকীয় প্রত্যাবর্তন: কোয়ার্টার ফাইনালে আলকারেজ
Published: 7th, July 2025 GMT
উইম্বলডনের ঘাসের কোর্ট যেন হয়ে উঠেছিল এক রোমাঞ্চকর নাটকের মঞ্চ। স্পেনের তরুণ তারকা কার্লোস আলকারেজ প্রথম সেট হারার পরও যেন নিজের টেনিস মন্ত্রে জয় ছিনিয়ে আনলেন। রাশিয়ার ১৪তম বাছাই আন্দ্রেই রুবলেভের বিপক্ষে শুরুটা ছিল ধাক্কামূলক। টাইব্রেকারে ৬-৭ (৫-৭) সেটে পিছিয়ে পড়ে সবাই যখন ভাবছিলেন হয়তো এবারের পথ এখানেই থেমে যাবে, তখনই পাল্টে যায় দৃশ্যপট।
পরবর্তী তিনটি সেটে সাহস, আত্মবিশ্বাস আর অসাধারণ কৌশলে তিনি ম্যাচ ঘুরিয়ে দেন ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে। এক কথায় বলা যায়, চাপের মুহূর্তে মাথা ঠান্ডা রেখে পরিণত টেনিস উপহার দিয়েছেন এই স্প্যানিয়ার্ড।
শেষ আটে আলকারেজের প্রতিপক্ষ ব্রিটিশ তারকা ক্যামেরন নরি। সামনে অপেক্ষা করছে আরও একটি কঠিন চ্যালেঞ্জ, তবে তার সাম্প্রতিক ফর্ম বলছে— এই তরুণ তারকা থামতে আসেননি।
আরো পড়ুন:
ফ্রেঞ্চ ওপেনের নতুন রাণী গফ
অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা অক্ষুন্ন রাখলেন সিনার
ম্যাচ শেষে প্রতিপক্ষের প্রশংসা করে আলকারেজ বলেন, “রুবলেভের বিরুদ্ধে আমাকে পুরো ম্যাচে সম্পূর্ণ মনোযোগী থাকতে হয়েছে। প্রতিটি পয়েন্টেই কিছু না কিছু শিখেছি।”
পাঁচবারের গ্র্যান্ডস্লাম জয়ীর কথায় স্পষ্ট, আত্মবিশ্বাসই তার সবচেয়ে বড় অস্ত্র, “একটা বল বদলে দিতে পারে পুরো ম্যাচের গতিপথ। আমি শুধু জানতাম, নিজের সেরাটা দিলে জয় সম্ভব।”
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
উইম্বলডনের অঘটনের মিছিলে এবার কিস
শেষ পর্যন্ত যাঁরাই চ্যাম্পিয়ন হোন, এবারের উইম্বলডনকে টেনিসপ্রেমীরা ‘অঘটনের উইম্বলডন’ হিসেবে মনে রাখবেন।
বছরের তৃতীয় এই গ্র্যান্ড স্লামে ছেলেদের এককে প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়েছেন দানিল মেদভেদেভ ও আলেক্সান্দার জভেরেভ। ছেলেদের শীর্ষ ১০ বাছাই খেলোয়াড়ের মধ্যে পাঁচজনই হেরে বিদায় নিয়েছেন। মেয়েদের এককে অঘটন ঘটেছে আরও বেশি। কোকো গফ, জেসিকা পেগুলা, জেসমিন পাওলিনি ও ঝেং কিনওয়েন এরই মধ্যে বিদায় নিয়েছেন। ব্যর্থতার সে তালিকায় এবার যুক্ত হলেন যুক্তরাষ্ট্রের তারকা ম্যাডিসন কিস।
আরও পড়ুনউইম্বলডনে কেন ‘ভূমিকম্প’১ ঘণ্টা আগেউইম্বলডনে আজ তৃতীয় রাউন্ডে র্যাঙ্কিংয়ে ১০৪তম জার্মানির লরা সিগামুন্ডের কাছে ৬–৩, ৬–৩ গেমে হেরেছেন ষষ্ঠ বাছাই ও র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে থাকা কিস। মেয়েদের এককে বাছাইয়ে শীর্ষ ছয় খেলোয়াড়ের মধ্যে এখন শুধু র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় আরিনা সাবালেঙ্কাই টিকে রইলেন। ছেলেদের এককে টিকে আছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ এবং র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে থাকা ইয়ানিক সিনার।
জয়ের পর লরা সিগামুন্ডের উদ্যাপন