উইম্বলডনে নাটকীয় প্রত্যাবর্তন: কোয়ার্টার ফাইনালে আলকারেজ
Published: 7th, July 2025 GMT
উইম্বলডনের ঘাসের কোর্ট যেন হয়ে উঠেছিল এক রোমাঞ্চকর নাটকের মঞ্চ। স্পেনের তরুণ তারকা কার্লোস আলকারেজ প্রথম সেট হারার পরও যেন নিজের টেনিস মন্ত্রে জয় ছিনিয়ে আনলেন। রাশিয়ার ১৪তম বাছাই আন্দ্রেই রুবলেভের বিপক্ষে শুরুটা ছিল ধাক্কামূলক। টাইব্রেকারে ৬-৭ (৫-৭) সেটে পিছিয়ে পড়ে সবাই যখন ভাবছিলেন হয়তো এবারের পথ এখানেই থেমে যাবে, তখনই পাল্টে যায় দৃশ্যপট।
পরবর্তী তিনটি সেটে সাহস, আত্মবিশ্বাস আর অসাধারণ কৌশলে তিনি ম্যাচ ঘুরিয়ে দেন ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে। এক কথায় বলা যায়, চাপের মুহূর্তে মাথা ঠান্ডা রেখে পরিণত টেনিস উপহার দিয়েছেন এই স্প্যানিয়ার্ড।
শেষ আটে আলকারেজের প্রতিপক্ষ ব্রিটিশ তারকা ক্যামেরন নরি। সামনে অপেক্ষা করছে আরও একটি কঠিন চ্যালেঞ্জ, তবে তার সাম্প্রতিক ফর্ম বলছে— এই তরুণ তারকা থামতে আসেননি।
আরো পড়ুন:
ফ্রেঞ্চ ওপেনের নতুন রাণী গফ
অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা অক্ষুন্ন রাখলেন সিনার
ম্যাচ শেষে প্রতিপক্ষের প্রশংসা করে আলকারেজ বলেন, “রুবলেভের বিরুদ্ধে আমাকে পুরো ম্যাচে সম্পূর্ণ মনোযোগী থাকতে হয়েছে। প্রতিটি পয়েন্টেই কিছু না কিছু শিখেছি।”
পাঁচবারের গ্র্যান্ডস্লাম জয়ীর কথায় স্পষ্ট, আত্মবিশ্বাসই তার সবচেয়ে বড় অস্ত্র, “একটা বল বদলে দিতে পারে পুরো ম্যাচের গতিপথ। আমি শুধু জানতাম, নিজের সেরাটা দিলে জয় সম্ভব।”
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড
৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।
২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।
তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।
ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড