ফতুল্লার নিউ হাজীগঞ্জ ও কুতুবাইল এলাকায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় ৩ টি শিল্প প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এ সময় প্রায় ৩৫০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ, ১টি কমপ্রেসর ও ২টি মোটর জব্দ করাসহ দুই প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৯ জুলাই) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.

নাজমুল হুদা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহায়তা করে তিতাস গ্যাস টি এন্ড ডি পিএলসি ও জেলা পুলিশ। 

জানাগেছে, ফতুল্লার নিউ হাজীগঞ্জ এলাকার নূর এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটি দেড় টনের একটি বয়লার ব্যবহার করে দৈনিক আনুমানিক ৪,৫০০ ঘনফুট গ্যাস খরচ করছিল অবৈধভাবে। এ প্রতিষ্ঠানটির গ্যাস সংযোগ কেটে দেওয়া হয় এবং ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। 

একই এলাকার আর আর ফ্যাশন অ্যান্ড লন্ড্রি ৪টি ড্রায়ার ও ১টি বয়লার থেকে দৈনিক ২,৭০০ ঘনফুট গ্যাস খরচ করছিল অবৈধভাবে। এই প্রতিষ্ঠানটির সংযোগ বিচ্ছিন্ন করা হলেও মালিক পক্ষ উপস্থিত না থাকায় জরিমানা আদায় করা সম্ভব হয়নি। 

অপরদিকে কুতুবাইল এলাকায় এম.এফ.এস হিট সেট অ্যান্ড ফিনিশিং, প্রতিষ্ঠানটি ৫০০ কেজির একটি বয়লার দিয়ে দৈনিক ১,৫০০ ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার করছিল। অবৈধ সংযোগের কারণে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কিলিং করা হয়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। গ্যাস অপচয় ও চুরি রোধে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সাধারণ জনগণ ও শিল্প মালিকদের প্রতি বৈধভাবে গ্যাস ব্যবহারের আহ্বান জানিয়ে তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ব যবহ র

এছাড়াও পড়ুন:

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, ‘‘বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে।’’

সোমবার (৩ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার ও উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহ।

ঢাকা/রতন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ