ফতুল্লায় তিতাস গ্যাসের অভিযান, ৩ লাখ টাকা জরিমানা
Published: 9th, July 2025 GMT
ফতুল্লার নিউ হাজীগঞ্জ ও কুতুবাইল এলাকায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় ৩ টি শিল্প প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এ সময় প্রায় ৩৫০ ফুট অবৈধ পাইপলাইন অপসারণ, ১টি কমপ্রেসর ও ২টি মোটর জব্দ করাসহ দুই প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৯ জুলাই) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.
জানাগেছে, ফতুল্লার নিউ হাজীগঞ্জ এলাকার নূর এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটি দেড় টনের একটি বয়লার ব্যবহার করে দৈনিক আনুমানিক ৪,৫০০ ঘনফুট গ্যাস খরচ করছিল অবৈধভাবে। এ প্রতিষ্ঠানটির গ্যাস সংযোগ কেটে দেওয়া হয় এবং ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
একই এলাকার আর আর ফ্যাশন অ্যান্ড লন্ড্রি ৪টি ড্রায়ার ও ১টি বয়লার থেকে দৈনিক ২,৭০০ ঘনফুট গ্যাস খরচ করছিল অবৈধভাবে। এই প্রতিষ্ঠানটির সংযোগ বিচ্ছিন্ন করা হলেও মালিক পক্ষ উপস্থিত না থাকায় জরিমানা আদায় করা সম্ভব হয়নি।
অপরদিকে কুতুবাইল এলাকায় এম.এফ.এস হিট সেট অ্যান্ড ফিনিশিং, প্রতিষ্ঠানটি ৫০০ কেজির একটি বয়লার দিয়ে দৈনিক ১,৫০০ ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার করছিল। অবৈধ সংযোগের কারণে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কিলিং করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। গ্যাস অপচয় ও চুরি রোধে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সাধারণ জনগণ ও শিল্প মালিকদের প্রতি বৈধভাবে গ্যাস ব্যবহারের আহ্বান জানিয়ে তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ব যবহ র
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত