Samakal:
2025-11-03@10:44:52 GMT

চীন সফরে জামায়াত আমির

Published: 11th, July 2025 GMT

চীন সফরে জামায়াত আমির

চীন সফরে গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে তাঁর নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল চীনা সরকারের আমন্ত্রণে দেশটির উদ্দেশে যাত্রা করে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াত আমিরকে বিদায় জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। 

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় নেতারা। ১৫ জুলাই দেশে ফেরার কথা রয়েছে জামায়াত আমিরের। গত মাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির জ্যেষ্ঠ নেতারা চীন সফর করেন। 

বন্যার্তের পাশে দাঁড়ানোর আহ্বান

টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে সৃষ্ট বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান। বৃহস্পতিবার তিনি বিবৃতিতে বলেন, বিভিন্ন জেলায় বহু মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। শিশু, নারী, বৃদ্ধসহ সব বয়সের মানুষ পানিতে হাবুডুবু খাচ্ছেন। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা অনেক স্থানে বিচ্ছিন্ন। 

জামায়াত আমির বলেছেন, দুর্যোগ মোকাবিলায় রাষ্ট্রীয় উদ্যোগই সবচেয়ে জরুরি। অবিলম্বে বন্যাকবলিতদের উদ্ধার ও পর্যাপ্ত ত্রাণ সহায়তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। জামায়াতের সব নেতাকর্মীকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: জ ম য় ত আম র আহ ব ন

এছাড়াও পড়ুন:

৬০ হাজার ৮০২ টন গম নিয়ে দেশে এল যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জাহাজ 

যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম নিয়ে এমভি স্পার এরিস নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

সোমবার (২ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

আমি থাকাকালে তাইওয়ানে হামলার ‘পরিণতি কী হবে’ চীন জানে: ট্রাম্প

ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় দেশের সরকারে মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে জি টু জি ভিত্তিতে এ আমদানি প্রক্রিয়া শুরু হয়। বাংলাদেশের খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ) চুক্তিটি সই করে। এর আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ২৫ অক্টোবর প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম বাংলাদেশে পৌঁছায়। 

ঢাকা/আসাদ/সাইফ

সম্পর্কিত নিবন্ধ