রাজধানীতে গ্যাসলাইন বিস্ফোরণে পরিবারের পাঁচ সদস্য দগ্ধ
Published: 11th, July 2025 GMT
রাজধানীর সূত্রাপুরের কাগজিটোলার একটি বাসায় গ্যাসলাইন বিস্ফোরণে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার রাতে কাগজিটোলার সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশের একটি পাঁচতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে দগ্ধদের হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকরা। দগ্ধরা হলেন–ভ্যানচালক রিপন (৩৫), তাঁর স্ত্রী চাঁদনী (২৮), ছেলে তামিম (২২), রোকন (১৪) ও মেয়ে আয়শা (১)।
রিপনের মামা জাকির হোসেন জানান, বাসায় রাতে সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে। এতে তারা অগ্নিদগ্ধ হন। ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ির আসবাবপও। পরে আশপাশের ভাড়াটিয়ারা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। ধারণা করা হচ্ছে, বাসায় জমে থাকা গ্যাসলাইনে কোনো কারণে বিস্ফোরণ হয়। এতে স্বামী-স্ত্রীসহ তাদের তিন সন্তান দগ্ধ হয়েছেন। রিপনের গ্রামের বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালী।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল