সড়কে ছুটে চলেছে ঘোড়ায় টানা গাড়ি। তাতে ছোট-বড় নানা জাতের গাছের চারা সাজানো। পথ চলতি মানুষ কৌতূহল নিয়ে দেখছেন, কেউ কেউ গাড়ি দাঁড় করিয়ে চারা কিনছেন। চাইলে বিনা পয়সাতেও মিলছে। বৃক্ষপ্রেমী সাজাহান আলী প্রতিদিন তাঁর ঘোড়ার গাড়ি নিয়ে এভাবেই ছুটে চলেন। 

সাজাহান আলীর বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া গ্রামে। নিজের বাড়িতে বিভিন্ন জাতের গাছের চারা উৎপাদন করে তা বিক্রি করেন। শুধু উপার্জন নয়, বৃক্ষরোপণের প্রতি মানুষকে আগ্রহী করে তুলতেও প্রচার চালান তিনি। এজন্য তিনি বেছে নিয়েছেন ঘোড়ার গাড়ি। তাতে নানা ধরনের গাছের চারা সাজিয়ে প্রতিদিন রাস্তায় নামেন তিনি। 

সাজাহান আলী বলেন, ‘আমি অন্য কোনো কাজ জানি না। বাবার রেখে যাওয়া এক টুকরো জমিতে গাছের চারা উৎপাদন করি। প্রতিদিন ছোট-বড় চারায় ঘোড়ার গাড়ি সাজিয়ে বেরিয়ে পড়ি রাস্তায়। ঘোড়ার গাড়ি দেখে অনেকে আগ্রহভরে কাছে আসেন।’ তিনি জানান, বড় চারাগুলো তিনি বিক্রি করেন। গাছ লাগানোর ইচ্ছা আছে কিন্তু পকেটে পয়সা নেই এমন কেউ চাইলে তাকে বিনা পয়সায় গাছের চারা দেন তিনি। গত বছর এভাবে দেড় হাজার চারা বিলিয়েছেন সাজাহান।

ঈশ্বরদী শহরের ফকিরের বটতলায় দেখা হলে সাজাহান বলেন, ‘দিনভর গ্রাম ও শহরের পথে পথে ঘোড়ার গাড়ি নিয়ে ঘুরে বেড়াই। মানুষকে গাছ লাগাতে আগ্রহী করে তুলি, ছোট ছেলেমেয়েদের হাতে চারা তুলে দিই। এতেই আমার আনন্দ।’ 

পথচারী উৎপল কুমার বলেন, ‘বাজার শেষে বাড়ি ফিরছিলাম, পথে ঘোড়ার গাড়ি দেখে দাঁড়িয়ে গাছ বিক্রেতার কথাবার্তা শুনে ভালো লাগে, দুটি গাছের চারা নিয়েছি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প বন স জ হ ন আল

এছাড়াও পড়ুন:

ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড

৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।

২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।

তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।

ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড

সম্পর্কিত নিবন্ধ