জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর ধারাবাহিকতায় বুধবার (২৩ জুলাই) খাগড়াছড়িতে পদযাত্রা, গণসংযোগ ও সমাবেশ করবেন দলটির কেন্দ্রীয় নেতারা। 

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ৩টার দিকে চাঁদপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ কথা জানান এনসিপির যুগ্ম-মুখ্য সমন্বয়ক মো.

মাহাবুব আলম।

সংবাদ সম্মেলনে কথা বলার শুরুতে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। 

আরো পড়ুন:

‘জুলাই পদযাত্রা’ নিয়ে শুক্রবার সিলেটে আসছে এনসিপি

সম্প্রীতি ও উন্নয়নের জন্য পাহাড়ি-বাঙালি ঐক্য গড়ে তোলার আহ্বান নাহিদের

মাহবুব আলম বলেন, “রাষ্ট্রীয় শোক পালন শেষে বুধবার থেকে আবারো মাসব্যাপী পদযাত্রা শুরু হতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সকাল ৯টায় চাঁদপুর সার্কিট হাউজে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, সকাল ১১টায় চাঁদপুর বাসস্ট্যান্ডে পথসভা ও পদযাত্রার সূচনা হবে। দুপুর ১ টায় হাজীগঞ্জে শহীদ আজাদ চত্ত্বরের উদ্বোধন, দুপুর ২টায় দোয়াভাঙ্গায় পদযাত্রা শেষে নেতারা অন্য জেলার উদ্দ্যেশ্যে রওনা হবেন।” 

তিনি বলেন, “ইতোমধ্যে নোয়াখালী থেকে পদযাত্রায় উপস্থিত হতে নাহিদ ইসলামের নেতৃত্বে ৯০ জন নেতা রওনা হয়েছেন। ঢাকা ও আশপাশের জেলা থেকেও অনেক নেতারা আসছেন। পদযাত্রা ও পথসভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সরজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ডা. তাসনিম জারা, শামান্তা শারমিনসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।” 

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেন, “এনসিপির নেতারা একটি রাজনৈতিক দল হিসেবে পথসভা ও পদযাত্রা করবেন। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুতি নিয়েছে।”

ঢাকা/অমরেশ/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ ত য় ন গর ক প র ট এনস প র পদয ত র

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ