রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আজ বুধবার সকালে অনেকটাই ফাঁকা। সকাল ১০টার দিকে দেখা গেছে স্কুলের প্রধান ফটক বন্ধ। ভেতরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।

স্কুল অ্যান্ড কলেজের কিছু কর্মীকে ফটকের ভেতরে যেতে দেখা গেছে। উত্তরার দিয়াবাড়ি মোড় ও আশপাশের এলাকাতেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তবে স্কুলের প্রধান ফটকের সামনে উৎসুক জনতার ভিড় দেখা গেছে।

গতকাল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ নজরুল এবং সি আর আবরার। তখন তাঁদের সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ প্রেস উইংয়ের আরও তিন সদস্য। ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাঁরা সেখান থেকে বেরিয়ে আসেন।

মাইলস্টোন স্কুল ও কলেজের ভেতরে প্রতিষ্ঠানের কর্মী ছাড়া কাউকে যেতে দেওয়া হয়নি। আজ বুধবার সকালে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ক ল অ য ন ড কল জ ম ইলস ট ন স ক ল

এছাড়াও পড়ুন:

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, ‘‘বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে।’’

সোমবার (৩ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার ও উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহ।

ঢাকা/রতন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ