রাশিয়ায় অর্ধশত আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
Published: 24th, July 2025 GMT
রাশিয়ার নিখোঁজ হওয়া একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে প্রায় ৫০ জন আরোহী ছিলেন।
চীন সীমান্তবর্তী রাশিয়ার আমুর অঞ্চলে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এটির মূল কাঠামো আগুনে জ্বলছিল। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার ওই অঞ্চলের গভর্নর প্রাথমিকভাবে জানিয়েছিলেন, রাশিয়ার পূর্বাঞ্চলের প্রত্যন্ত এলাকায় একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এএন-২৪ উড়োজাহাজটির খোঁজে তল্লাশি অভিযান চলছে।
স্থানীয় জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ও বলেছিল, সাইবেরিয়াভিত্তিক এয়ারলাইনস আনগারার উড়োজাহাজটি চীন সীমান্তঘেঁষা আমুর অঞ্চলের তুনদার শহরের দিকে যাওয়ার পথে রাডারের স্ক্রিন থেকে অদৃশ্য হয়ে যায়।
আঞ্চলিক গভর্নর ভাসিলি অরলভ প্রাথমিক তথ্যের বরাতে বলেন, উড়োজাহাজটিতে ৪৩ জন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে পাঁচটি শিশু। এ ছাড়া উড়োজাহাজে ক্রু ছিলেন ছয়জন।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ভাসিলি অরলভ লেখেন, উড়োজাহাজটির সন্ধানে প্রয়োজনীয় বাহিনী ও উপকরণ মোতায়েন করা হয়েছে।
জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় উড়োজাহাজটিতে ৪০ জনের মতো আরোহী থাকার কথা বলেছে।
আরও পড়ুনমস্কোর কাছে রুশ উড়োজাহাজ বিধ্বস্ত১২ জুলাই ২০২৪এদিকে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স রুশ জরুরি সেবা বিভাগের কর্মকর্তাদের বরাতে বলেছে, উড়োজাহাজটির ধ্বংসাবশেষ তুনদা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার (১০ মাইল) দূরে একটি পাহাড়ে পাওয়া গেছে।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ওই বিভাগের কর্মকর্তা ইউলিয়া পেতিনা বলেন, ‘তল্লাশি অভিযান চালানোর সময় রোসাভিয়াতসিয়ার (রুশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) একটি মিগ-৮ হেলিকপ্টার উড়োজাহাজটির ফিউজালাজ (মূল কাঠামো) আবিষ্কার করে। সেটি আগুনে জ্বলছিল।’
আরও পড়ুনরাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, যাত্রীতালিকায় প্রিগোশিন২৩ আগস্ট ২০২৩.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
শাবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ওপর সেমিনার
শাকসুর নির্বাচন কমিশন ঘোষণা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সাজেদুল করিম বলেন, “গুচ্ছ প্রক্রিয়া না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য আমাদের শিক্ষকরা আজ উপাচার্যের কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছে। শিক্ষকরা গুচ্ছ পদ্ধতিতে থাকতে চায় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে ভর্তি পরীক্ষার নেওয়ার জন্য সামনের দিকে কাজ এগোচ্ছি। অতিদ্রুত ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি নির্ধারণ করে প্রকাশ করা হবে।”
২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শাবিপ্রবি গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করে। এবারো একইভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে, গুচ্ছ পদ্ধতিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে চিঠি পেলেও শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়।
ঢাকা/ইকবাল/মেহেদী