এড-টেক অগ্রযাত্রায় নতুন অধ্যায়: ব্যাকবন লিমিটেডের অংশীদারত্বে বাংলাদেশে ‘এলসা স্পিক’-এর যাত্রা শুরু
Published: 26th, July 2025 GMT
বাংলাদেশে এড-টেক (EdTech) খাতে নতুন দিগন্তের সূচনা হলো। আন্তর্জাতিকভাবে স্বীকৃত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ইংরেজি ভাষা শিক্ষার অ্যাপ ‘এলসা স্পিক’-এর আনুষ্ঠানিক যাত্রা বাংলাদেশে শুরু হলো ব্যাকবন লিমিটেডের অংশীদারত্বে।
এ উপলক্ষে গতকাল শুক্রবার (২৫ জুলাই) ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষা ও প্রযুক্তি খাতের দেশি-বিদেশি ব্যক্তিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো.
এলসা করপোরেশনের রাজস্ব বিভাগের ভাইস প্রেসিডেন্ট উইল পোলেস এবং ব্যাকবন লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন শেখ মাহিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাকবন লিমিটেডের নির্বাহী পরিচালক আরিফ উল্লাহ খান ও মানবসম্পদ বিভাগের পরিচালক আমিনুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্যরত ব্যাকবন লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন শেখ মাহিনউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।