দীর্ঘ নীরবতা, ক্লান্তি, সম্পর্কের টানাপোড়েন আর অসুস্থতার ‘অন্ধকার’ পেরিয়ে ফিরে এসেছেন জাস্টিন বিবার। তবে এ ফেরা নিছক আরেকটি অ্যালবাম প্রকাশ নয়, এ এক নতুন ঘোষণা, নতুন প্রত্যয়। ৭ নম্বর স্টুডিও অ্যালবাম ‘সোয়্যাগ’ যেন তাঁর জীবনের নতুন অধ্যায়ের নাম।
১১ জুলাই হঠাৎ মুক্তি পেল ‘সোয়্যাগ’। অস্ট্রেলিয়ার সিডনির ভোরের বাতাসে ভেসে বেড়াতে লাগল বিবারের সংগীতে ফিরে আসার সুর। রেস্তোরাঁ ও ক্লাবে শোনা যায় বিবারের নতুন গান। যেদিকে যাই, শুনতে পাই বিবারের গান। বিবারের প্রতি আগ্রহ বাড়তে থাকে।
২০২২ সালে বহু প্রতীক্ষিত বিশ্ব সফরে বেরিয়ে পড়েন বিবার; কিন্তু ব্রাজিলে এক কনসার্টের পর হঠাৎ শারীরিক ক্লান্তির কথা জানিয়ে সফর স্থগিত করেন। এরপর একের পর এক প্রতিবন্ধকতা—দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন, দীর্ঘদিনের ম্যানেজার স্কুটার ব্রাউনের সঙ্গে বিচ্ছেদ, আর্থিক ক্ষতি এবং ঘন ঘন পাল্টে যাওয়া মেজাজ। ভক্তদের মনে প্রশ্ন উঠতে থাকে, তাহলে কি ফিরে এল পুরোনো আসক্তির ছায়া?
জাস্টিন বিবার। রয়টার্স.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৬০ হাজার ৮০২ টন গম নিয়ে দেশে এল যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জাহাজ
যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম নিয়ে এমভি স্পার এরিস নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।
সোমবার (২ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
আমি থাকাকালে তাইওয়ানে হামলার ‘পরিণতি কী হবে’ চীন জানে: ট্রাম্প
ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় দেশের সরকারে মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে জি টু জি ভিত্তিতে এ আমদানি প্রক্রিয়া শুরু হয়। বাংলাদেশের খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ) চুক্তিটি সই করে। এর আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে।
জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ২৫ অক্টোবর প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম বাংলাদেশে পৌঁছায়।
ঢাকা/আসাদ/সাইফ