ভারত–পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজে খেলে না, তাহলে টুর্নামেন্টে কেন—প্রশ্ন আজহারউদ্দিনের
Published: 27th, July 2025 GMT
রাজনৈতিক বৈরিতার কারণে ভারত–পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয় না এক যুগের বেশি হলো। কিন্তু মহাদেশীয় ও বৈশ্বিক টুর্নামেন্টে দল দুটি ঠিকই একে–অপরের সঙ্গে খেলে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি নিজেদের ব্যবসায়িক স্বার্থে অনেকটা ঘোষণা দিয়েই ভারত–পাকিস্তানকে একই গ্রুপে রাখে। গতকাল প্রকাশিত এশিয়া কাপের চূড়ান্ত সূচিতেও চির প্রতিদ্বন্দ্বী দল দুটিকে একই গ্রুপে রাখা হয়েছে।
অথচ পেহেলগাম হামলার জেরে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত লেগে গিয়েছিল। তখন ভারতের কয়েকজন সাবেক ক্রিকেটার, এমনকি দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকেও বলা হয়, দ্বিপক্ষীয় সিরিজ তো নয়ই; তারা এসিসি ও আইসিসির টুর্নামেন্টেও পাকিস্তানের বিপক্ষে আর কখনো খেলবে না।
ভারত–পাকিস্তান শীতল সম্পর্কের বরফ কিছুটা গলতে শুরু করেছে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত