সেন্টমার্টিনে তিনদিন ধরে নৌযান চলাচল বন্ধ, খাদ্য সংকট
Published: 27th, July 2025 GMT
নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে তিনদিন ধরে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। ফলে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এ কারণে দেশের একমাত্র প্রবাল দ্বীপটিতে দেখা দিয়েছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের তীব্র সংকট।
কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, রবিবার (২৭ জুলাই) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজারে ২৭ মিলিমিটার এবং গত ২৪ ঘণ্টায় মোট ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বর্তমানে আবহাওয়া কিছুটা উন্নতি হওয়ায় কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
সেন্টমার্টিনের বাসিন্দারা জানান, গত বৃহস্পতিবার থেকে দ্বীপজুড়ে দমকা হাওয়া ও মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। জোয়ারের পানিও স্বাভাবিকের তুলনায় এক থেকে তিন ফুট বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এ কারণে অনেক এলাকায় লবণাক্ত পানি ঢুকে পড়েছে। শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে।
আরো পড়ুন:
নিম্নচাপের প্রভাবে ভোলায় ৩০ গ্রাম প্লাবিত
চবির আলাওল হলে অব্যবস্থাপনার অভিযোগ, ভোগান্তি
স্থানীয় বাসিন্দা আলমগীর আকাশ বলেন, “জমিতে জোয়ারের লবণাক্ত পানি ঢুকে আমাদের ফসল নষ্ট হয়ে গেছে। কৃষকরা দুশ্চিন্তায় আছেন। এ অবস্থায় কৃষকদের পাশে দাঁড়ানো জরুরি।”
সেন্টমার্টিন বাজার কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, “টেকনাফ থেকে পণ্য না পৌঁছানোয় পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। দ্রুত সি ট্রাক ও সি অ্যাম্বুলেন্স চালুর দাবি জানাচ্ছি।”
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, অমাবস্যার জোয়ারের কারণে দ্বীপের নিচু অংশগুলো পানিতে ডুবে গেছে। সাগরের ঢেউয়ের আঘাতে বিভিন্ন এলাকায় ভাঙনের আশঙ্কাও দেখা দিয়েছে। দ্রুত উপকূল রক্ষায় ব্যবস্থা না নিলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, “নৌযান চলাচল বন্ধ থাকায় দ্বীপবাসী তীব্র খাদ্য সংকটে পড়েছেন। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নেই বললেই চলে।”
এদিকে, সেন্টমার্টিন থেকে টেকনাফ ও কক্সবাজার শহরে গিয়ে আটকে পড়েছেন শতাধিক দ্বীপবাসী। আটকে পড়া সেন্টমার্টিনের বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ী তৈয়ব উল্লাহ বলেন, “বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে ফিরতে পারছি না। একজন পর্যটন ব্যবসায়ী হিসেবে এমনিতেই আমাদের সময়টা খুব খারাপ যাচ্ছে। তার ওপর সতর্ক সংকেত, উত্তাল সাগর আর জোয়ারের পানি; সব মিলিয়ে আমাদের জীবনযাপন এখন দুর্বিষহ হয়ে উঠেছে।”
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের নৌযান চলাচল শুরু হবে।”
ঢাকা/তারেকুর/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপক ল স ন টম র ট ন ব যবস
এছাড়াও পড়ুন:
মামুন মাহমুদের সাথে ঢাবি হল শাখা ছাত্রদলের কমিটিতে স্থান পাওয়া সিদ্ধিরগঞ্জের নেতাদের শুভেচ্ছা বিনিময়
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের সাথে ঢাবি ছাত্রদলের নবগঠিত হল কমিটিতে স্থান পাওয়া সিদ্ধিরগঞ্জে নেতৃবৃন্দ ফুলেল শুভেচছা বিনিময় করেছেন।
শনিবার (৯ আগস্ট) রাত ১০ টায় জেলা বিএনপির কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় হয়।
ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের যুগ্ন আহ্ববায়ক ইয়াসিন আরাফাত, মাস্টারদা সূর্যসেন হলের যুগ্ন আহ্বায়ক জাহিদুল ইসলাম পান্থ ও তরিকুল ইসলাম তারেক,
মুজিব হলের যুগ্ন আহবায়ক হেদায়েত উল্লাহ আবীর।
এসময়ে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাকের আহমেদ সোহান, মোঃ আবুল কাশেম, রিয়াজ উদ্দিন।
শুভেচ্ছা বিনিময়ের সময়ে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ নবগঠিত কমিটির নেতাদের স্বাগত জানান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মেধাভিত্তিক তারুণ্য নির্ভর আগামীর বাংলাদেশের ভাবনার বিষয়টি স্মরণ করিয়ে দেন। জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রদলের ঐতিহাসিক ভুমিকা ও ত্যাগের কথাও তিনি স্মরণ করে তাদের প্রতি রক্তিম শুভেচ্ছা জানান।
ঢাবি ছাত্রদলের নারায়ণগঞ্জে বসবাসকারী সকলের যেকোনো প্রয়োজনে তিনি সর্বদা পাশে থাকবেন বলে জানান অধ্যাপক মামুন মাহমুদ।