এইচএসসি পরীক্ষা: জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে বেশি নম্বর কীভাবে পাবে
Published: 29th, July 2025 GMT
প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রও পুনর্বিন্যাস করা সিলেবাসের আলোকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত নম্বর বণ্টন অনুসারে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে সৃজনশীল অংশে ৫০ নম্বর, বহুনির্বাচনি অংশে ২৫ নম্বর ও ব্যবহারিক অংশে ২৫ নম্বরসহ মোট ১০০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
* বহুনির্বাচনি অংশ—১. বহুনির্বাচনি অংশে প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে একটি করে প্রশ্ন থাকে
২.
৩. বহুনির্বাচনি অংশে ২৫টি প্রশ্ন থাকবে। কোনো বিকল্প প্রশ্ন থাকবে না। সময় বরাদ্দ থাকবে ২৫ মিনিট
৪. বহুনির্বাচনি অংশের বিকল্প উত্তর কিন্তু খুব কাছাকাছি ধরনের উত্তর দিয়ে থাকে, তাই খুব সচেতনভাবে উত্তর করবে
৫. বহুনির্বাচনি অংশের উত্তর দেওয়ার ওএমআর শিটে বৃত্ত ভরাট ঠিকমতো করবে।
আরও পড়ুনপ্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষকের বেতন গ্রেড এক ধাপ বাড়ছে১২ ঘণ্টা আগে* সৃজনশীল অংশ—
১. সৃজনশীল অংশে ৮টি প্রশ্ন থেকে ৫টি প্রশ্নের উত্তর প্রদান করতে হবে। এ ক্ষেত্রে সময় বরাদ্দ থাকবে ২ ঘণ্টা ৩৫ মিনিট।
২. সৃজনশীল অংশে ভালো নম্বরের জন্য পুনর্বিন্যাস করা সিলেবাস অনুসারে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস, প্রাণীর পরিচিতি (হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ), মানব শারীরতত্ত্ব: পরিপাক ও শোষণ, মানব শারীরতত্ত্ব: রক্ত ও সংবহন, মানব শারীরতত্ত্ব: শ্বসন ও শ্বাসক্রিয়া, মানব শারীরতত্ত্ব: চলন ও অঙ্গচালনা এবং জিনতত্ত্ব ও বিবর্তন অধ্যায়গুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে।
৩. সৃজনশীল অংশে ‘ক’ নম্বর প্রশ্নটি জ্ঞানমূলক। এখানে পাঠ্যপুস্তকে উল্লিখিত কোনো সংজ্ঞা জানতে চাওয়া হয়। উদাহরণস্বরূপ প্রশ্ন করা হলো, সিলোম কাকে বলে?
সংজ্ঞাটি সঠিক লিখতে পারলে শিক্ষার্থী বরাদ্দকৃত পূর্ণ ১ নম্বর পাবে।
৪. ‘খ’ নম্বর প্রশ্ন অনুধাবনমূলক এখানে পাঠ্যপুস্তকের জ্ঞানের আলোকে কোনো বিষয়কে ব্যাখ্যা করতে হয়। যেমন প্রশ্ন করা হলো, রুই মাছের হৃৎপিণ্ডকে কেন ভেনাস হার্ট বলা হয়?
উত্তর প্রদানের ক্ষেত্রে ভেনাস হার্টের ধারণার আলোকে রুই মাছের হৃৎপিণ্ড ব্যাখ্যা করতে পারলেই বরাদ্দ করা পূর্ণ ২ নম্বর পাবে।
আরও পড়ুননটর ডেম কলেজ: একাদশে ভর্তিতে যোগ্যতার শর্ত প্রকাশ, ও লেভেল শিক্ষার্থীদের আবেদন নয়, আসন ৩২৯০টি২৬ জুলাই ২০২৫৫. ‘গ’ নম্বর প্রশ্ন প্রয়োগমূলক। ধরা যাক, উদ্দীপকের তিনটি প্রাণীর চিত্রের প্রথমটি মৌমাছি। প্রশ্ন করা হলো, উদ্দীপকের প্রথম প্রাণীটি কোন পর্বের? ব্যাখ্যা করো।
উত্তর প্রদানের ক্ষেত্রে প্রথম প্রাণীটি চিনতে পারলে বা চিহ্নিত করতে পারলে ১ নম্বর পাবে, প্রাণীটি যে পর্বের তা লিখলে ২ নম্বর এবং পর্বের বৈশিষ্ট্যের সঙ্গে প্রাণীটি মিলিয়ে ব্যাখ্যা করতে পারলে অর্থাৎ পর্বটির বৈশিষ্ট্যের সঙ্গে উদ্দীপকের প্রথম প্রাণীটির যোগসূত্র স্থাপন করতে পারলে বরাদ্দ করা পূর্ণ ৩ নম্বর পাবে।
৬. ‘ঘ’ নম্বর প্রশ্নটি উচ্চতর দক্ষতাভিত্তিক। ধরা যাক, উদ্দীপকের তিনটি প্রাণীর চিত্রের দ্বিতীয় ও তৃতীয় প্রাণী যথাক্রমে টিকটিকি ও ইলিশ মাছ। প্রশ্ন করা হলো উল্লিখিত দ্বিতীয় ও তৃতীয় প্রাণী একই পর্বভুক্ত হলেও একই শ্রেণিভুক্ত নয়—বিশ্লেষণ করো।
আরও পড়ুনঅষ্টম শ্রেণিতে আবারও বৃত্তি পরীক্ষা ফিরছে, আছে প্রশ্নও২২ ঘণ্টা আগেউত্তর প্রদানের ক্ষেত্রে দ্বিতীয় ও তৃতীয় প্রাণী চিনতে পারলে ১ নম্বর, প্রাণী দুটির পর্বের নাম ও পর্বের বৈশিষ্ট্য লিখলে ২ নম্বর, প্রাণী দুটির শ্রেণির নাম ও শ্রেণির বৈশিষ্ট্য লিখলে ৩ নম্বর এবং শ্রেণির বৈশিষ্ট্যের আলোকে প্রাণী দুটি যে আলাদা শ্রেণির ও পর্বের বৈশিষ্ট্যের আলোকে প্রাণী দুটি যে একই পর্বের এ বিষয়ে সুস্পষ্ট মতামত প্রতিষ্ঠা করতে পারলেই বরাদ্দ করা পূর্ণ ৪ নম্বর পাবে।
৭. প্রশ্নের উত্তর সংশ্লিষ্ট চিত্র সঠিকভাবে আঁকা গুরুত্বপূর্ণ। চিত্র সঠিকভাবে আঁকার পর তাতে প্রয়োজনীয় লেভেলিং বা চিহ্নিত করবে। লেভেলিং বা চিহ্নিত করা ছাড়া আঁকা কোনো চিত্রের দাম নেই। কাজেই লেভেলিং বা চিহ্নিত ঠিকমতো করবে। চিহ্নিত চিত্র আঁকার অভ্যাস করছ, তা আবার আঁকো। প্রশ্নের উত্তর যেন নির্ধারিত সময়ে শেষ করতে পারো, সে জন্য সময়কে ভাগ করে নেবে। প্রশ্নের উত্তর প্রাসঙ্গিক হতে হবে। লেখা শেষে উত্তরপত্র অবশ্যই রিভিশন করবে।
*লেখক: মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
আরও পড়ুনজার্মানির ডাড স্কলারশিপে স্নাতকোত্তর, মাসে ৯৯২ ইউরোর সঙ্গে বিমান টিকিট-বাড়িভাড়াসহ নানা সুবিধা২৮ জুলাই ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: স জনশ ল অ শ পর ক ষ পর ব র র আল ক য স কর বর দ দ
এছাড়াও পড়ুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি কার্যক্রম আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। এ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১৩ নভেম্বর থেকে। গত রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
ভর্তির জন্য আবেদন করতে পারবেন যেসব শিক্ষার্থী
২০২০, ২০২১ ও ২০২২ সালের এসএসসি বা সমমান এবং ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ভর্তির জন্য। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) ও ডিপ্লোমা-ইন-কমার্স উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এ-লেভেল, ও-লেভেল ও বিদেশি সনদধারীদের ক্ষেত্রে নির্ধারিত নিয়মে সরাসরি ডিন অফিসে বা ই–মেইলে আবেদন করতে হবে শিক্ষার্থীদের।
যেসব শিক্ষার্থী গত দুই শিক্ষাবর্ষে (২০২২-২৩ ও ২০২৩-২৪) স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল বা স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন কার্ড পেয়েছেন, তাঁরা এই শিক্ষাবর্ষে নতুন করে ভর্তি হতে পারবেন না। তবে পূর্ববর্তী ভর্তি বাতিল করে নতুন শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন। একই সঙ্গে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তাঁর উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল হবে।
আবেদন ফি ৪০০ টাকা
ভর্তি ফি হিসেবে প্রাথমিক আবেদন ফি ৪০০ টাকা, যার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ ২৫০ টাকা এবং কলেজের অংশ ১৫০ টাকা। ভর্তি নিশ্চিত হওয়ার পর রেজিস্ট্রেশন ফি ৭২০ টাকা জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ আবেদনকারীর তথ্য যাচাই করে অনলাইনে নিশ্চয়ন করবে। তবে নিশ্চয়ন ছাড়া কোনো আবেদনকারীকে মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। আবেদন ফি ১৯ অক্টোবরের মধ্য জমা দিতে হবে।
আরও পড়ুনবাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা৪ ঘণ্টা আগেআবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করা হবে। একই মেধা নম্বরপ্রাপ্ত হলে এসএসসি ও এইচএসসির জিপিএ (৪০: ৬০ অনুপাতে) এবং প্রয়োজনে মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। এরপরও সমতা থাকলে বয়স কম শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ভর্তি কার্যক্রম ধাপে ধাপে প্রথম মেধাতালিকা, দ্বিতীয় মেধাতালিকা, কোটার মেধাতালিকা এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে সম্পন্ন হবে। তবে এবারও তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ থাকবে না।
বিস্তারিত দেখুন এখানে
আরও পড়ুনবিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, সুযোগ পাবেন ৪৮ জেলার যুবরা১১ সেপ্টেম্বর ২০২৫আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫