চীনে জন্মহার বাড়াতে বাবা-মাকে ১৫০০ ডলার দেওয়া হবে
Published: 29th, July 2025 GMT
জন্মহার বৃদ্ধির লক্ষ্যে চীন সরকার প্রথমবারের মতো দেশব্যাপী ভর্তুকি দেওয়া শুরু করেছে। সরকার তিন বছরের কম বয়সী প্রতিটি সন্তানের জন্য বাবা-মায়েদের প্রতি বছর ৩ হাজার ৬০০ ইউয়ান (৫০০ ডলার) দেবে। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
প্রায় এক দশক আগে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি তাদের বিতর্কিত এক সন্তান নীতি বাতিল করার পরেও দেশের জন্মহার কমছে। এর ফলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি জনসংখ্যা সংকটের মুখোমুখি হচ্ছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জন্মহার বাড়াতে সরকারের দেওয়া ভর্তুকি প্রায় ২ কোটি পরিবারকে সন্তান লালন-পালনের খরচ বহন করতে সাহায্য করবে।
সোমবার ঘোষিত এই প্রকল্পে অভিভাবকদের প্রতি সন্তানের জন্য মোট ১০ হাজার ৮০০ ইউয়ান (১,৫০০ ডলার) পর্যন্ত অর্থ প্রদান করা হবে।
চীনের সরকারি সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে নীতিটি প্রয়োগ করা হবে। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে জন্মগ্রহণকারী শিশুদের পরিবারগুলোও আংশিক ভর্তুকির জন্য আবেদন করতে পারবে।
চীনে জন্মহার বৃদ্ধির জন্য স্থানীয় সরকারগুলোর প্রচেষ্টা অনুসরণ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্চ মাসে, চীনের উত্তরাঞ্চলের একটি শহর হোহোট কমপক্ষে তিনটি সন্তান সহ দম্পতিদের জন্য প্রতি শিশুর জন্য এক লাখ ইউয়ান পর্যন্ত অর্থ প্রদান শুরু করে। বেইজিংয়ের উত্তর-পূর্বে অবস্থিত শহর শেনিয়াং তিন বছরের কম বয়সী তৃতীয় সন্তানসহ স্থানীয় পরিবারগুলোকে মাসে ৫০০ ইউয়ান প্রদান করে। গত সপ্তাহে, বেইজিং স্থানীয় সরকারগুলোকে বিনামূল্যে প্রাক-বিদ্যালয় শিক্ষা বাস্তবায়নের পরিকল্পনা তৈরির জন্যও আহ্বান জানিয়েছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র জন য সরক র
এছাড়াও পড়ুন:
নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫০০ কোটি ডলারের মানহানির মামলা করছেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করছেন। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। বলেছেন, নিউইয়র্ক টাইমস পত্রিকার বিরুদ্ধে মানহানির অভিযোগে ১ হাজার ৫০০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে তিনি মানহানির একটি মামলা করতে যাচ্ছেন।
গতকাল সোমবার রাতের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট পত্রিকাটির বিরুদ্ধে অভিযোগ তুলে লিখেছেন, ‘কয়েক দশক ধরে আপনাদের প্রিয় প্রেসিডেন্ট (আমি!), আমার পরিবার, ব্যবসা, আমেরিকা ফার্স্ট মুভমেন্ট, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (এমএজিএ) এবং সামগ্রিকভাবে আমাদের জাতি সম্পর্কে মিথ্যাচার করে আসছে পত্রিকাটি।’
প্রেসিডেন্ট ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটপ্রার্থী কমলা হ্যারিসকে নিউইয়র্ক টাইমসের সমর্থন দেওয়ার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, পত্রিকাটি কট্টর বামপন্থী ডেমোক্রেটিক দলের একটি ‘ভার্চুয়াল মুখপত্র’-এ পরিণত হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মামলাটি ফ্লোরিডায় করা হচ্ছে। তবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের নথি থেকে ট্রাম্পের এই মামলা করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ডোনাল্ড ট্রাম্প এর আগে এবিসি নিউজ এবং উপস্থাপক জর্জ স্টেফানোপোলোসের বিরুদ্ধে করা মামলার উদাহরণ টানেন। এ ছাড়া কমলা হ্যারিসের সঙ্গে ‘৬০ মিনিটস’ (সিক্সটি মিনিটস) অনুষ্ঠানের সাক্ষাৎকারের জন্য প্যারামাউন্টের বিরুদ্ধে করা মামলার কথাও উল্লেখ করেন।
ওই দুটি মামলা যথাক্রমে দেড় কোটি ডলার ও ১ কোটি ৬০ লাখ ডলারে নিষ্পত্তি হয়েছিল।
এ বিষয়ে মন্তব্য জানতে নিউইয়র্ক টাইমসের কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। কারণ, অনুরোধটি তাদের স্বাভাবিক কর্মঘণ্টার বাইরে করা হয়েছিল।