জীবনে ৫টা গানের চেয়ে ৫টা সিনেমার আবহসংগীত করতে চাই
Published: 30th, July 2025 GMT
‘ষ’–র কাজ করছেন তখন নুহাশ হুমায়ূন। একদিন বন্ধু অভিষেক ভট্টাচার্যের সঙ্গে দেখা হতেই বললেন, হরর সিরিজটির ব্যাকগ্রাউন্ড মিউজিক করে দিতে হবে। সেই শুরু। এরপর একে একে করেন ‘ফরেনার্স অনলি’, ‘কালপুরুষ’, ‘২ষ’। বর্তমানে ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ সিনেমা, জুলাই বিপ্লব নিয়ে একাধিক তথ্যচিত্রসহ বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত এই তরুণ আবহসংগীত পরিচালক। অভিষেকের আরও খবর জানাচ্ছেন মনজুরুল আলম
মা গান পছন্দ করতেন। শৈশবে মায়ের কোলেই সংগীতে হাতে খড়ি। পরে গানই হয়ে ওঠে অভিষেক ভট্টাচার্যের ধ্যানজ্ঞান। বাফা ও ছায়ানট থেকে সংগীতের পাঠ নিয়েছেন। শুরুতে ভাবতেন গায়ক হবেন। স্কুল-কলেজে গান গেয়ে বন্ধুদের প্রশংসাও পেয়েছেন। তবে সিনেমার গান বরাবরই তাঁকে আকৃষ্ট করত। একদিন বলিউড সিনেমা স্বদেশ–এর আবহসংগীত শুনে মনটা আটকে যায়। সেদিনই সিদ্ধান্ত নেন, গায়ক নয়, সিনেমায় আবহসংগীত নিয়েই কাজ করবেন। তখন তাঁর বয়স ১৪ বছর।
অভিষেক ভট্টাচার্য। ছবি: অভিষেকের সৌজন্যে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জীবনে ৫টা গানের চেয়ে ৫টা সিনেমার আবহসংগীত করতে চাই
‘ষ’–র কাজ করছেন তখন নুহাশ হুমায়ূন। একদিন বন্ধু অভিষেক ভট্টাচার্যের সঙ্গে দেখা হতেই বললেন, হরর সিরিজটির ব্যাকগ্রাউন্ড মিউজিক করে দিতে হবে। সেই শুরু। এরপর একে একে করেন ‘ফরেনার্স অনলি’, ‘কালপুরুষ’, ‘২ষ’। বর্তমানে ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ সিনেমা, জুলাই বিপ্লব নিয়ে একাধিক তথ্যচিত্রসহ বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত এই তরুণ আবহসংগীত পরিচালক। অভিষেকের আরও খবর জানাচ্ছেন মনজুরুল আলম
মা গান পছন্দ করতেন। শৈশবে মায়ের কোলেই সংগীতে হাতে খড়ি। পরে গানই হয়ে ওঠে অভিষেক ভট্টাচার্যের ধ্যানজ্ঞান। বাফা ও ছায়ানট থেকে সংগীতের পাঠ নিয়েছেন। শুরুতে ভাবতেন গায়ক হবেন। স্কুল-কলেজে গান গেয়ে বন্ধুদের প্রশংসাও পেয়েছেন। তবে সিনেমার গান বরাবরই তাঁকে আকৃষ্ট করত। একদিন বলিউড সিনেমা স্বদেশ–এর আবহসংগীত শুনে মনটা আটকে যায়। সেদিনই সিদ্ধান্ত নেন, গায়ক নয়, সিনেমায় আবহসংগীত নিয়েই কাজ করবেন। তখন তাঁর বয়স ১৪ বছর।
অভিষেক ভট্টাচার্য। ছবি: অভিষেকের সৌজন্যে