রাজধানীর উত্তরায় চালু হয়েছে বিওয়াইডির দ্বিতীয় বিক্রয়কেন্দ্র
Published: 2nd, August 2025 GMT
চীনের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি ঢাকায় তাদের দ্বিতীয় বিক্রয়কেন্দ্র চালু করেছে। রাজধানীর উত্তরায় ১৫ নম্বর সেক্টরের নতুন এই বিক্রয়কেন্দ্রটি পরিচালনা করবে বিওয়াইডির আঞ্চলিক পরিবেশক নুর অটোস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নুর অটোস এ তথ্য জানায়।
আজ শনিবার এই বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিওয়াইডি বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ স্টিভেন চেন, নুর অটোসের প্রধান নির্বাহী কর্মকর্তা সানজিদ শাহনুর ও এক্সপো এক্সেসরিজের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন অটোমোবাইল শিল্প, কূটনৈতিক ও ব্যবসায়িক মহলের বিশিষ্ট অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিওয়াইডি বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ স্টিভেন চেন বলেন, উত্তরায় দ্বিতীয় এই বিক্রয়কেন্দ্র বাংলাদেশের পরিবহন খাতের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নুর অটোসের সঙ্গে এই অংশীদারত্ব আমাদের জন্য নতুন সূচনা। আমরা শিগগিরই চট্টগ্রামে আমাদের কার্যক্রম সম্প্রসারণ করতে যাচ্ছি। সিজি রানার বাংলাদেশ লিমিটেড বিশ্বমানের নিউ এনার্জি ভেহিকেলের অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
নুর অটোসের সিইও সানজিদ শাহনুর বলেন, ‘বিওয়াইডি বৈদ্যুতিক গাড়ির বৈশ্বিক বাজারে নেতৃত্ব দিচ্ছে। এই প্রযুক্তিকে বাংলাদেশে নিয়ে আসা গর্বের বিষয়। তাই ভবিষ্যতের পরিবহনব্যবস্থা নিজের চোখে দেখার জন্য সবাইকে আমাদের বিক্রয়কেন্দ্রে আমন্ত্রণ জানাচ্ছি।’
এক্সপো এক্সেসরিজের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক বলেন, ‘বিশ্বমানের বৈদ্যুতিক গাড়ির ব্র্যান্ড গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া একটি সাহসী পদক্ষেপ। আমরা বিশ্বাস করি, গ্রাহকেরা এই পরিবর্তনকে স্বাগত জানাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিওয়াইডির সিল, অট্টো থ্রি ও সিলায়ন সিক্স এই তিনটি গাড়ি প্রদর্শনী করা হয়েছে। এ দেশে বিওয়াইডির একমাত্র অনুমোদিত পরিবেশক সিজি রানার বাংলাদেশ লিমিটেড।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব ক রয়ক ন দ র ব যবস
এছাড়াও পড়ুন:
রেকর্ড গড়েই জিততে হবে ইংল্যান্ডকে
হেডিংলিতে সিরিজ শুরুর ম্যাচটি দুর্দান্ত এক রান তাড়ায় জিতেছিল ইংল্যান্ড। ৩৭১ রানের লক্ষ্য ইংল্যান্ড পেরিয়েছিল ৫ উইকেট হাতে রেখেই।
সিরিজের শেষটাও কি শুরুর মতোই করতে পারবে ইংলিশরা? প্রথম টেস্টের মতো শেষ টেস্টেও যে ম্যাচ জিততে বড় রানই তাড়া করতে হবে ইংল্যান্ডকে, গড়তে হবে নতুন ইতিহাসও। ৩৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ১ উইকেটে ৫০ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। বেন ডাকেট ৩৪ রান নিয়ে উইকেটে আছেন।
যশস্বী জয়সোয়ালের সেঞ্চুরি উদ্যাপন