চীনের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি ঢাকায় তাদের দ্বিতীয় বিক্রয়কেন্দ্র চালু করেছে। রাজধানীর উত্তরায় ১৫ নম্বর সেক্টরের নতুন এই বিক্রয়কেন্দ্রটি পরিচালনা করবে বিওয়াইডির আঞ্চলিক পরিবেশক নুর অটোস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে নুর অটোস এ তথ্য জানায়।

আজ শনিবার এই বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিওয়াইডি বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ স্টিভেন চেন, নুর অটোসের প্রধান নির্বাহী কর্মকর্তা সানজিদ শাহনুর ও এক্সপো এক্সেসরিজের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন অটোমোবাইল শিল্প, কূটনৈতিক ও ব্যবসায়িক মহলের বিশিষ্ট অতিথিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিওয়াইডি বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ স্টিভেন চেন বলেন, উত্তরায় দ্বিতীয় এই বিক্রয়কেন্দ্র বাংলাদেশের পরিবহন খাতের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নুর অটোসের সঙ্গে এই অংশীদারত্ব আমাদের জন্য নতুন সূচনা। আমরা শিগগিরই চট্টগ্রামে আমাদের কার্যক্রম সম্প্রসারণ করতে যাচ্ছি। সিজি রানার বাংলাদেশ লিমিটেড বিশ্বমানের নিউ এনার্জি ভেহিকেলের অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

নুর অটোসের সিইও সানজিদ শাহনুর বলেন, ‘বিওয়াইডি বৈদ্যুতিক গাড়ির বৈশ্বিক বাজারে নেতৃত্ব দিচ্ছে। এই প্রযুক্তিকে বাংলাদেশে নিয়ে আসা গর্বের বিষয়। তাই ভবিষ্যতের পরিবহনব্যবস্থা নিজের চোখে দেখার জন্য সবাইকে আমাদের বিক্রয়কেন্দ্রে আমন্ত্রণ জানাচ্ছি।’

এক্সপো এক্সেসরিজের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক বলেন, ‘বিশ্বমানের বৈদ্যুতিক গাড়ির ব্র্যান্ড গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া একটি সাহসী পদক্ষেপ। আমরা বিশ্বাস করি, গ্রাহকেরা এই পরিবর্তনকে স্বাগত জানাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিওয়াইডির সিল, অট্টো থ্রি ও সিলায়ন সিক্স এই তিনটি গাড়ি প্রদর্শনী করা হয়েছে। এ দেশে বিওয়াইডির একমাত্র অনুমোদিত পরিবেশক সিজি রানার বাংলাদেশ লিমিটেড।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ক রয়ক ন দ র ব যবস

এছাড়াও পড়ুন:

কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। জাতীয় সংসদের আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোট শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।

আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী–০১, বগুড়া–০৭ ও দিনাজপুর–০৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া-৬ আসনে।

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিএনপির প্রার্থীর তালিকা নিচে তুলে ধরা হলো–

সম্পর্কিত নিবন্ধ