দেখে মনে হতে পারে হারার চেষ্টা করেছিল দুই দলই! আর শেষ পর্যন্ত সেই প্রচেষ্টায় সফল হয়েছে পাকিস্তান দল!

কিন্তু নিশ্চয়ই ঘটনা আসলে এমন নয়। আজ ফ্লোরিডায় পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তিন টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি দুই দলই জিততেই চেয়েছিল। তবে দুই দলের একের পর এক ভুল দেখে কিছু সময়ের জন্য সমর্থকদের মনে হতে পারে—কোনো দলই জিততে চায় না।

শেষ পর্যন্ত জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তাও শাহিন আফ্রিদির করা ম্যাচের শেষ বলে ৪ রানের সমীকরণ মিলিয়ে। টসে জিতে ব্যাটিং করতে নেমে পাকিস্তান তুলেছিল ১৩৩ রান। সেই রান ওয়েস্ট ইন্ডিজ টপকেছে ২ উইকেট হাতে রেখে ম্যাচের শেষ বলে। তাতে টি-টোয়েন্টি সিরিজে ফিরেছে সমতা। সিরিজের শেষ ম্যাচ আগামীকাল।

ব্যাট হাতে এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়েছেন হোল্ডার ও রোমারিও শেফার্ড। এই দুজনের কল্যাণে মিলেছে শেষ তিন ওভারে ৩৬ রানের সমীকরণ। ইনিংসে ১৮তম ওভারে আফ্রিদির বলে হোল্ডার একটি ছক্কা ও শেফার্ড মারেন এক চার। তাতে সেই ওভার থেকে আসে ১২ রান। এরপর হাসান আলীর ওভার থেকে ১৬ রান তোলেন এই দুই ব্যাটসম্যান। শেষ ওভারে জিততে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন পড়ে ৮ রান।

টানা ৬ টি-টোয়েন্টি হারের পর জয়ের মুখ দেখল ওয়েস্ট ইন্ডিজ।.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেছেন, ‘‘বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। এই অবস্থা বজায় থাকলে খুব ভালোভাবে নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে।’’

সোমবার (৩ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার ও উপজেলা প্রকৌশলী আসিফ উল্লাহ।

ঢাকা/রতন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ