দেখে মনে হতে পারে হারার চেষ্টা করেছিল দুই দলই! আর শেষ পর্যন্ত সেই প্রচেষ্টায় সফল হয়েছে পাকিস্তান দল!

কিন্তু নিশ্চয়ই ঘটনা আসলে এমন নয়। আজ ফ্লোরিডায় পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তিন টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি দুই দলই জিততেই চেয়েছিল। তবে দুই দলের একের পর এক ভুল দেখে কিছু সময়ের জন্য সমর্থকদের মনে হতে পারে—কোনো দলই জিততে চায় না।

শেষ পর্যন্ত জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তাও শাহিন আফ্রিদির করা ম্যাচের শেষ বলে ৪ রানের সমীকরণ মিলিয়ে। টসে জিতে ব্যাটিং করতে নেমে পাকিস্তান তুলেছিল ১৩৩ রান। সেই রান ওয়েস্ট ইন্ডিজ টপকেছে ২ উইকেট হাতে রেখে ম্যাচের শেষ বলে। তাতে টি-টোয়েন্টি সিরিজে ফিরেছে সমতা। সিরিজের শেষ ম্যাচ আগামীকাল।

ব্যাট হাতে এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়েছেন হোল্ডার ও রোমারিও শেফার্ড। এই দুজনের কল্যাণে মিলেছে শেষ তিন ওভারে ৩৬ রানের সমীকরণ। ইনিংসে ১৮তম ওভারে আফ্রিদির বলে হোল্ডার একটি ছক্কা ও শেফার্ড মারেন এক চার। তাতে সেই ওভার থেকে আসে ১২ রান। এরপর হাসান আলীর ওভার থেকে ১৬ রান তোলেন এই দুই ব্যাটসম্যান। শেষ ওভারে জিততে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন পড়ে ৮ রান।

টানা ৬ টি-টোয়েন্টি হারের পর জয়ের মুখ দেখল ওয়েস্ট ইন্ডিজ।.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ