দেশজুড়ে ডিজিটাল অন্তর্ভুক্তি ও সেবার সুযোগ বাড়াতে অংশীদারত্ব চুক্তি করেছে ডিজিটাল অপারেটর বাংলালিংক ও এমএফএস প্রতিষ্ঠান বিকাশ। এ অংশীদারত্বের ফলে বাংলালিংকের গ্রাহকেরা এখন থেকে বিকাশের মাধ্যমে এসএমএসভিত্তিক সমাধান, ডেটা প্যাকেজ সেবা ও সহজ পেমেন্ট সুবিধা পাবেন। 

সম্প্রতি রাজধানীর গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান এবং বিকাশের প্রধান আর্থিক কর্মকর্তা মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অংশীদারত্বের ফলে প্রতিষ্ঠান দুটি ডিজিটাল সুবিধাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ও ডিজিটাল অন্তর্ভুক্তির প্রসারে সম্মিলিতভাবে কাজ করবে। 

এ বিষয়ে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘দেশে ডিজিটাল উদ্ভাবনে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে আমরা উন্নত তথ্যপ্রযুক্তি সমাধান ও নিরবচ্ছিন্ন যোগাযোগসেবার মাধ্যমে ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নিতে কাজ করব। বিকাশের সঙ্গে আমাদের অংশীদারত্ব গ্রাহকদের স্বাচ্ছন্দ্য ও দেশজুড়ে ডিজিটাল অন্তর্ভুক্তি আরও বৃদ্ধি করবে।’ 

বিকাশের প্রধান আর্থিক কর্মকর্তা মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর বলেন, ‘এ ধরনের অংশীদারত্ব দীর্ঘ মেয়াদে গ্রাহকদের জন্য ইতিবাচক অবদান রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলালিংকের মতো অংশীদারদের সঙ্গে কাজ করার মাধ্যমে আমরা আস্থার পরিবেশ গড়ে তুলব।’ 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস পরিচালক রুবাইয়াত এ তানজিন, কি সেগমেন্ট প্রধান সাদ মোহাম্মদ ফাইজুল করিম, সেলস প্ল্যানিং অ্যান্ড অপারেশনস প্রধান মোহাম্মদ আহাসুন হাবিব, করপোরেট গ্রুপ ব্যবস্থাপক এস এম ফাহাদুজ্জামান ও করপোরেট অ্যাকাউন্ট ব্যবস্থাপক এস এম রাশেদুজ্জাহান উপস্থিত ছিলেন। 

অন্যদিকে বিকাশের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আলী আহম্মেদ, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রধান মোহাম্মদ রাশেদুল আলম, টেকনোলজি ও জেনারেল প্রকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক ফয়সাল বিন রায়হান, এসসি গভর্ন্যান্স অ্যান্ড কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট ব্যবস্থাপক মশিউর রহমান ও এসসি গভর্ন্যান্স অ্যান্ড কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট কর্মকর্তা তানজিদ হাসান প্রমুখ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন ম হ ম মদ কর মকর ত করপ র ট

এছাড়াও পড়ুন:

খুনের মামলায় পাঁচ প্রতিবেশীর মৃত্যুদণ্ড

চট্টগ্রামে এক ব্যক্তিকে খুনের মামলায় তাঁর পাঁচ প্রতিবেশীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা একটার দিকে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ রোজিনা খান এ রায় দেন।

মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন নুরুল আফসার, মোহাম্মদ রফিক, মো. সোলাইমান, আহাম্মদ ও ইলিয়াস। তাঁর চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরি ইউনিয়নের বাসিন্দা। তাঁদের মধ্যে চারজন রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন।

আদালত সূত্র জানায়, ২০১১ সালের ১৯ আগস্ট আনোয়ারা উপজেলার চাতরি ইউনিয়নের বাসিন্দা আবদুর শুকুরকে বাসা থেকে ফোন করে ডেকে নেওয়া হয়। এরপর তিনি নিখোঁজ হন। এক দিন পর ২১ আগস্ট চাতরি এলাকায় তাঁর লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে মো. মিজান বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। এতে বলা হয়, বাড়ির পার্শ্ববর্তী খালে জাল দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে আসামিরা পরিকল্পিতভাবে ঘর থেকে ডেকে নিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে খুন করেন শুকুরকে। ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহম্মদ আজ দুপুরে প্রথম আলোকে বলেন, খুনের মামলায় আদালত পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। আসামিরা সবাই নিহত ব্যক্তির প্রতিবেশী।

সম্পর্কিত নিবন্ধ