৭১৮৭ রানের সিরিজে সেরা পাঁচে কারা ও ভারতীয় পেসারদের রেকর্ড
Published: 4th, August 2025 GMT
অবশেষে থামল লড়াই। পাঁচ ম্যাচের ধুন্ধুমার লড়াই শেষে ২-২-এ ড্র হলো ইংল্যান্ড-ভারত টেস্ট। ব্যাটসম্যানদের এই সিরিজে ভারতীয় পেসাররাও কিছু রেকর্ড গড়েছেন। রানপ্রসবা এই সিরিজে ব্যাটিং-বোলিংয়ের শীর্ষে পাঁচে জায়গা পেলেনই বা কারা।
৬
শেষ টেস্টে ভারতের জয়ের ব্যবধান। টেস্টে রানের হিসাবে ভারতের সবচেয়ে ছোট জয় এটি। আগের রেকর্ড ১৩, ২০০৪ সালে মুম্বাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সব মিলিয়ে টেস্টে এটি রানের হিসাবে অষ্টম ছোট জয়।
২৩ • সিরিজে মোহাম্মদ সিরাজের উইকেট। ইংল্যান্ডে এক সিরিজে ভারতীয় বোলারদের রেকর্ডে যশপ্রীত বুমরার পাশে বসলেন সিরাজ। ২০২১-২২ সালে ভারতের সর্বশেষ ইংল্যান্ড সফরে ২৩ উইকেট নিয়েছিলেন বুমরা।
• পাঁচ বছরের টেস্ট ক্যারিয়ারে এই সিরিজেই সবচেয়ে বেশি উইকেট পেলেন সিরাজ। আগের রেকর্ড ২০, সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে (২০২৪-২৫)।
সিরিজে ভারতীয় পেসারদের ৫ উইকেট নেওয়ার সংখ্যা। যা এক সিরিজে দলটির রেকর্ড। আগের রেকর্ড ৪, ১৯৮১-৮২ মৌসুমে ইংল্যান্ডের ভারত সফরে।
৭০সিরিজে ভারতীয় পেসারদের উইকেট। এক সিরিজে যা ভারতীয় পেসারদের তৃতীয় সর্বোচ্চ। ২০২১-২২ সালে ইংল্যান্ডে সর্বোচ্চ ৭৩ উইকেট নিয়েছিলেন তাঁরা। সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে ৭২টি।
৭১৮৭সিরিজে দুই দল মিলিয়ে রান। টেস্টে পাঁচ ম্যাচের সিরিজে যা সর্বোচ্চ। সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ। ১৯৯৩ সালে ইংল্যান্ডেই ৬ ম্যাচের অ্যাশেজে উঠেছিল ৭২২১ রান। ৫ ম্যাচের সিরিজে আগের রেকর্ড ৬৮২৬ রান, ১৯২৮-২৯ মৌসুমের অ্যাশেজে।
টেস্টে এক সিরিজে সবচেয়ে বেশি রান* শুরুতে স্বাগতিক দলের নাম
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাতীয় নারী বক্সিংয়ে রৌপ্য পেলেন যবিপ্রবির আফরা
সপ্তম জাতীয় নারী বক্সিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় রৌপ্য পদক অর্জন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী আফরা খন্দকার প্রাপ্তি।
বৃহস্পতিবার(৩১ জুলাই) বাংলাদেশ আনসারের হয়ে অংশ নিয়ে ফাইনাল ম্যাচে তিন রাউন্ড শেষে রানার্সআপ হন তিনি।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তির বড়বোন আফরা খন্দকার। তিনি যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও সাতক্ষীরা জেলার সুলতানপুর গ্রামের খন্দকার আরিফ হাসান প্রিন্সের বড় মেয়ে।
পল্টনের মোহাম্মদ আলী স্টেডিয়ামে বৃহস্পতিবার জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত ফেরদৌসের মুখোমুখি হন আফরা। টানা তিন রাউন্ড শেষে বিজয়ী হতে না পারলেও নকআউট সামলিয়ে নেন ভালোভাবেই।
ম্যাচ শেষে তিনি সাংবাদিকদের বলেন, “হেরেছি এতে আক্ষেপ নেই। খেলাটি শেষ পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ সেটা পেরেছি।”
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব উল আলম।
তিনি ২০১৭ সালে জুনিয়র ন্যাশনাল বক্সিংয়ে তৃতীয়, ২০১৮ সালে বাংলাদেশ যুব গেমসে প্রথম, ২০১৯ সালে জুনিয়র ন্যাশনাল, স্বাধীনতা কাপ ও বিজয় কাপে প্রথম স্থান অর্জন করেন। ২০২১ ও সর্বশেষ জাতীয় প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন।
এদিকে রৌপ্য পদক অর্জন প্রসঙ্গে আফরা বলেন, “আমি আমার এ অর্জনে অত্যন্ত আনন্দিত। আন্তর্জাতিক একজন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে খেলা আমার জন্য এক নতুন অভিজ্ঞতা। একজন খেলোয়াড় হিসেবে আমার বিশ্ববিদ্যালয় ও দেশকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে এবং গৌরব বয়ে আনতে চাই।”
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, “অনার্স শেষ করে বক্সিং বিষয়ে পেশাদার কোচ হওয়ার ইচ্ছা রয়েছে। পাশাপাশি সুযোগ পেলে অলিম্পিক গেমসে দেশের প্রতিনিধিত্ব করতে চাই।”
ঢাকা/ইমদাদুল/মেহেদী