জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমের নির্বাহী সম্পাদক তাপস রায়ের মা তাপসী রায় মারা গেছেন। সোমবার (২৫ আগস্ট) সকাল ৭টায় ঢাকা মিরপুরের কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

দীর্ঘদিন ধরে কিডনি সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তাপসী রায়। তার ডায়ালাইসিস চলছিল। কয়েক দিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে নেওয়া হয়। পরে মিরপুরের কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে মারা যান তিনি।  

তার মৃত‍্যুর খবরে হাসপাতালে ছুটে যান স্বজনরা। তাপসী রায়ের মরদেহ গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে নেওয়া হচ্ছে। সেখানেই স্থানীয় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। মৃত্যুকালে দুই ছেলেসহ অসংখ‍্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। 

মায়ের বিদেহী আত্মার শান্তি কামনায় সকলের আশীর্বাদ কামনা করেছেন তাপস রায়।  

ঢাকা/ইভা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

এদের কোনো দিন শিক্ষা হবে না

আগের পর্বআরও পড়ুন‘বাংলাদেশের কি সুপারফোরে ওঠার চান্স আছে?’১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ