ইঞ্জিনিয়ারিং খাতে সংস্কারের দাবিতে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা। একই সঙ্গে আইডিইবি কতৃক রংপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিবৃতিকে ‘মিথ্যা ষড়যন্ত্র’ বলে অভিযোগ তোলেন তারা।
বুধবার (২৭ আগষ্ট) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মশাল মিছিলটি বের হয়ে বিভাগের প্রবেশদ্বার মর্ডান মোড় প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হয়। এতে প্রকৌশল বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। 

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ইঞ্জিনিয়ারিং খাতে নবম ও দশম গ্রেড কুক্ষিগত করে রেখে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রকৌশল বিএসসি শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পাশাপাশি ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশে পুলিশি হামলারও তীব্র নিন্দা জানান তারা।

মশাল মিছিল শেষে বক্তব্য রাখেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান, আহসানুজ্জামান রাফি, আরাফাত হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ঢাকায় প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের আন্দোলনে পুলিশের হামলা ন্যক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে। যা কোনভাবেই কাম্য নয়। অতি দ্রুত এ ঘটনার আইনগত পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষার্থীদের তিন দফা দাবি বাস্তবায়নের জোর দাবিও তোলেন আন্দোলনকারীরা। অন্যথায় শহীদ আবু সাঈদের ক্যাম্পাস থেকে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

ঢাকা/আমিরুল/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

টাঙ্গাইলের ৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলে ৮টি আসনের মধ্যে ৭টিতে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। 

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন। তবে, টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে। 

আরো পড়ুন:

কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন

বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী

প্রকাশিত তালিকা অনুযায়ী টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ারে) আসনে উপজেলা বিএনপির সদস্য রবিউল আউয়াল লাভলু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক  আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইল-৮ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের নাম ঘোষণা করা হয়েছে।  

বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর টাঙ্গাইলের বিভিন্ন স্থানে প্রার্থীর সর্থকদের উল্লাস করতে দেখা গেছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে সব আসনে বিএনপির একাধিক মনোনয়নপ্রার্থী ছিল। এর মধ্যে টাঙ্গাইল-৫ (সদর) আসনে একাধিক প্রার্থী থাকলেও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ব্যাপক গণসংযোগে করেছেন। বিএনপির নেতাকর্মীদের ধারণা ছিলো, টুকু ও ফরহাদের মধ্যে একজন টাঙ্গাইল-৫ আসন থেকে মনোনয়ন পাবেন। 

ঢাকা/কাওছার/রফিক

সম্পর্কিত নিবন্ধ