গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই জাল টাকা ব্যবসায়ীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া বাজার থেকে এদের আটক করা হয়।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো- গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে রাকিব হাসান (৩২) ও কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কানু মিয়ার ছেলে এনামুল হক ইমাম (৩৬)।

ওসি মো.

কামাল হোসেন জানান, জাল টাকা ব্যবসায়ী রাকিব হাসান ও এনামুল হক ইমাম ঘোনাপাড়া বাজারে কেনাকাটা করেন। এসময় ওই বাজারের এক দোকানদাকে এক হাজার টাকার একটি নোট দেয়। নোটটি দেখে সন্দেহ হলে তাদের আটক করে তল্লাশী চালিয়ে দুটি এক হাজার টাকা উদ্ধার করা হয়। 

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই জাল টাকা ব্যবসায়ীয়কে গ্রেপ্তার করে থানায় নেয়। এ ঘটনায় কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান ওসি কামাল হোসেন।

ঢাকা/বাদল/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব যবস য়

এছাড়াও পড়ুন:

মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।

মেটা রেব্যান ডিসপ্লে

সম্পর্কিত নিবন্ধ