চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় হাটহাজারী থানায় মামলা রেকর্ড হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে মামলা রেকর্ড করা হয়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাউসার মোহাম্মদ হোসেন মামলা দায়েরের তথ্য রাইজিংবিডি-কে জানান। তিনি জানান, মামলায় ৯৫ জনের নাম উল্লেখ এবং ১ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।  

আরো পড়ুন:

সংঘর্ষে চুরি হওয়া অস্ত্র ফেরতের নির্দেশ চবি প্রশাসনের

নীলফামারীতে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, নিহত ১

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এবং নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে থানায় দুটি অভিযোগপত্র জমা দেওয়া হয়। তখন ওসি জানান, সংঘর্ষের ঘটনায় অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড প্রক্রিয়াধীন রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সাইফুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় হাটহাজারী মডেল থানায় মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের অস্ত্রগার থেকে অস্ত্র লুটের ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে। 

মামলা এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৩০ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন জোবরা গ্রামে প্রথম দফা হামলা হয়। পরের দিন সকাল সাড়ে ১১টার দিকে একই এলাকায় আবারো দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে হামলা চালানো হয়। হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে শিক্ষার্থীদের ওপর আক্রমণ করে গুরুতর জখম করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এতে বিশ্ববিদ্যালয়ের সম্পত্তিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।  

ওসি আবু কাউসার মোহাম্মদ হোসেন জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

ঢাকা/রেজাউল/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ স ঘর ষ র ঘটন য়

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ