Prothomalo:
2025-11-03@11:42:55 GMT

পাকিস্তানের ৯৩ রানের জয়, তবে...

Published: 13th, September 2025 GMT

পাকিস্তানের কাছে ওমান পাত্তা পাবে না, এটাই স্বাভাবিক। ম্যাচের আগের আলোচনা ছিল—প্রথমবার এশিয়া কাপ খেলতে আসা ওমান পাকিস্তানের কাছে কত বড় ব্যবধানে হারবে! ওমানকে ৯৩ রানের বড় ব্যবধানেই হারিয়েছে পাকিস্তান। ১৬১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নামা ওমানকে তারা অলআউট করে দিয়েছে ৬৭ রানে। তবে এর জন্য ১৬.৪ ওভার লেগেছে পাকিস্তানের।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রান করতে পেরেছে মূলত মোহাম্মদ হারিসের ইনিংসে ভর করে। গত ১ জুন লাহোরে বাংলাদেশের বিপক্ষে ৪৬ বলে অপরাজিত ১০৭ রান করেছিলেন হারিস। টি-টোয়েন্টি তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটেই সেটি ছিল তাঁর প্রথম সেঞ্চুরি। এরপর আজকের আগপর্যন্ত ১১ বার ব্যাটিংয়ে নেমে আর কোনো ইনিংসে ১৫ রানও পার করতে পারেননি। টানা রান-খরার মধ্যে থাকা সেই হারিসই গতকাল দুবাইয়ে ওমানের বিপক্ষে ফিরলেন পুরোনো রূপে। ওমানের বিপক্ষে ৩২ বলেই ৫০ ছুঁয়েছেন হারিস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ওই সেঞ্চুরির বাইরে এটিই তাঁর প্রথম ফিফটি।

৪৩ বলে ৬৬ রান করে ম্যাচসেরা মোহাম্মদ হারিস.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

২৭ নভেম্বরই জকসু নির্বাচন চায় ছাত্রশিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন চলতি মাসের ২৭ নভেম্বর আয়োজনের দাবি জানিয়েছে শাখা ইসলামী ছাত্রশিবির।

সোমবার (৩ নভেম্বর) সংগঠনটির নেতারা জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বরাবর এ দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেন।

আরো পড়ুন:

জকসু নির্বাচন নিয়ে একে অপরকে দোষারোপ ছাত্র সংগঠনগুলোর

জবি প্রশাসনের কাছে ২০ দাবি জানাল ইউটিএল

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর পর এই প্রথম জকসু নির্বাচন হতে যাচ্ছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর প্রশাসন নির্বাচন আয়োজনের রোডম্যাপ প্রকাশ করেছে। কিন্তু সম্প্রতি একটি গোষ্ঠী নির্বাচন বানচালের নীলনকশা শুরু করেছে, যা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্নের অপচেষ্টা।

এতে আরো বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন না করলে তা হবে শিক্ষার্থীদের ভোটাধিকার হরণের সামিল। কারণ ১৩ ডিসেম্বর থেকে ২১তম ব্যাচের ভর্তি পরীক্ষা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং পরবর্তী শীতকালীন ছুটির কারণে ডিসেম্বর মাসে নির্বাচন করা সম্ভব নয়।

এ সময় সংগঠনটির নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত তারিখ অনুযায়ী ২৭ নভেম্বরই জকসু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচন বিলম্বের কোনো যৌক্তিক কারণ নেই।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ