জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ সালের প্রশ্নের ধরন, মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন
Published: 16th, September 2025 GMT
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ সালের বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামোসহ নম্বর বণ্টন প্রকাশ করা করেছে। এটি ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা থেকে কার্যকর হবে। বৃত্তি পরীক্ষার ৫টি বিষয়ের বিস্তারিত প্রশ্নের ধরন, মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন নিচে দেওয়া হলো।
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর জন্য নির্বাচিত নিচের ৫টি বিষয়ের বিষয়ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন করা হলো।
বিষয়:
১.
২. ইংরেজি—পূর্ণমান: ১০০ নম্বর, পরীক্ষার সময়: ৩ ঘণ্টা।
৩. গণিত—পূর্ণমান: ১০০ নম্বর, পরীক্ষার সময়: ৩ ঘণ্টা।
৪. বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়—পূর্ণমান: (৫০ + ৫০) = ১০০ নম্বর, পরীক্ষার সময়: (১.৩০ + ১.৩০) ৩ ঘণ্টা।
# প্রশ্নের ধরন, মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন নিচে ছাপা হলো:
১.
বিষয়: বাংলা-––
পূর্ণ নম্বর: ১০০, সময়: ৩ ঘণ্টা।
প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন:
বহুনির্বাচনী প্রশ্নের জন্য ২০ নম্বর, সৃজনশীল প্রশ্নের জন্য ৪০ নম্বর, বর্ণনামূলক প্রশ্নের জন্য ১০ নম্বর এবং নির্মিতি অংশের জন্য ৩০ নম্বর বরাদ্দ। সব প্রশ্নের উত্তর দিতে হবে।
# বহুনির্বাচনী প্রশ্ন—১ x ২০ = ২০ নম্বর
গদ্য থেকে ৫টি, কবিতা থেকে ৫টি ও ব্যাকরণ অংশ থেকে ১০টি করে মোট ২০টি প্রশ্ন থাকবে।
# সৃজনশীল প্রশ্ন—১০ x ৪ = ৪০ নম্বর
গদ্য থেকে ২টি ও কবিতা থেকে ২টি করে মোট ৪টি সৃজনশীল প্রশ্ন থাকবে।
# বর্ণনামূলক প্রশ্ন—১ x ২০ = ২০ নম্বর
আনন্দপাঠ থেকে ১টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে।
[প্রশ্নের ২টি অংশ থাকবে। ‘ক’ অংশের জন্য ৩ নম্বর এবং ‘খ’ অংশের জন্য ৭ নম্বর বরাদ্দ থাকবে।]
# নির্মিতি অংশ:
পত্র রচনা—১ x ৫ = ৫ নম্বর
সারাংশ/সারমর্ম—১ x ৫ = ৫ নম্বর
ভাবসম্প্রসারণ—১ x ৫ = ৫ নম্বর
প্রবন্ধ রচনা (২টি থেকে ১টি)—১ x ১৫ = ১৫ নম্বর
আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫২.
বিষয়: ইংরেজি---
পূর্ণ নম্বর: ১০০, সময়: ৩ ঘণ্টা।
প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন:
# Part-A: Reading (40 marks)
Seen Passage-1:
Test Items:
1. MCQ—0.5 x 10 = 5 Marks
2. Answering questions—2 x 4 = 8 Marks
Seen Passage-2:
Test Items:
3. Gap filling—0.5 x 5 = 2.5 Marks
4. Vocabulary (Synonyms & Antonyms)— 0.5 x 5 = 2.5 Marks
Unseen Passage:
Test Items:
5. Information Transfer—1 x 5 = 5 Marks
or. True/False
6. Writing Summary—5 Marks
7. Matching—1 x 4 = 4 Marks
Poems:
Test Items:
8. Answering question from poems in English for Today (any 4 out of 7)—2 x 4 = 8 Marks
# Part-B: Grammar (30 marks)
Test Items:
9. Gap filling activities with clues/without clues (parts of speech, use of articles, prepositions etc.)—0.5 x 10 = 5 Marks
10. Substitution table—1 x 5 = 5 Marks
11. Right form of Verbs—0.5 x 10 = 5 Marks
12. Changing Sentences (Tense, Affirmative, Negative, Assertive, Interrogative. Optative, Imperative, Exclamatory)—1 x 10 = 10 Marks
13. Punctuation and Capitalization—0.5 x 10 = 5 Marks
# Part-C: Writing (30 marks):
Test Items:
14. Letter/E-mail (Formal/Informal)—8 Marks
15. Completing stories/Writing dialogues—10 Marks
16. Writing short composition in 200 words—12 Marks.
বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নে ১০ নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নে ১০ নম্বর ও সৃজনশীল প্রশ্নের জন্য ৩০ নম্বর বরাদ্দ আছে। সব প্রশ্নের উত্তর দিতে হবেউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের অফিসার পদের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশনা প্রকাশ
দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে ১০ম গ্রেডভুক্ত ‘অফিসার (জেনারেল)’ পদের বাছাই পরীক্ষার (এমসিকিউ) ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২০০ জন। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
লিখিত পরীক্ষার তারিখ ও সময়: আগামী ১৫ নভেম্বর ২০২৫, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
পরীক্ষার স্থান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে (৫ম তলা, এক্সাম হল-০২)।
লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য নির্দেশনা–১. প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থীকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
২. পরীক্ষার কেন্দ্রে ক্যালকুলেটর, বই, কাগজ, মুঠোফোন, স্মার্টওয়াচ, সব ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস, ক্রেডিট ও ডেবিট কার্ড, ক্রেডিট ও ডেবিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গয়না, ব্রেসলেট, মানিব্যাগ বা ওয়ালেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
৩. প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা পূর্বে প্রার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।
৪. পরীক্ষার সময় প্রার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখতে পারবেন না, উভয় কান দৃশ্যমান রাখতে হবে।
আরও পড়ুন১০ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান নেবে ১৮৮০ অফিসার, ফি ২০০৩০ অক্টোবর ২০২৫৫. পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১৭ সেপ্টেম্বর দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে ৯ম থেকে ২০তম গ্রেডভুক্ত ২৩ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১১ অক্টোবর অফিসার (জেনারেল) পদের বাছাই পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়। এই পদে তিনজনকে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।
আরও পড়ুনমেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটাসহ যে যে পরিবর্তন৩০ অক্টোবর ২০২৫আরও পড়ুন৪৮তম বিশেষ বিসিএসে আর পদ বাড়ানোর সুযোগ নেই৩০ অক্টোবর ২০২৫