১৯৫৬ সালে পদার্থবিজ্ঞানী ডেভিড পাইনস একটি ভরহীন ও নিরপেক্ষ প্লাজমা কণার অস্তিত্বের তত্ত্ব জানিয়েছিলেন। কণাটির নাম দেওয়া হয় ‘ডেমন’। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা-শ্যাম্পলেইনের বিজ্ঞানীরা সেই তাত্ত্বিক ডেমন কণার অস্তিত্বের প্রমাণ খুঁজে পেয়েছেন। বিজ্ঞানীদের তথ্যমতে, সন্ধান পাওয়া ডেমন কণার ক্ষতিকর কোনো দিক নেই। ডেমন মূলত কোয়ান্টাম মেকানিকসের একটি বিশেষ কণা, যা একধরনের প্লাজমোন। এর কোনো ভর নেই ও নিরপেক্ষ আধানযুক্ত। ভরহীন ও নিরপেক্ষ হওয়ায় এটিকে খুঁজে পাওয়া সহজ নয়। ডেমন কণা সম্ভবত সাধারণ তাপমাত্রায়ও বিদ্যমান থাকে। এই আবিষ্কার বিজ্ঞানীদের উচ্চ তাপমাত্রার অতিপরিবাহিতা সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
ডেমন কণা খুঁজে বের করার জন্য বিজ্ঞানীরা স্ট্রন্টিয়াম রুথিনেট ক্রিস্টালের ওপর ইলেকট্রন নিক্ষেপ করে অবিশ্বাস্য নির্ভুলতার সঙ্গে শক্তির পরিবর্তন পরিমাপ করেন। এরপর উপাদানটির মধ্যে ডেমন কণার গতিপথ শনাক্ত করা হয়। একপর্যায়ে কোয়াসিপার্টিকেলটি ৬৭ বছর আগে পাইনসের দেওয়া ভরহীন ইলেকট্রনিক মোড বা ডেমনের ভবিষ্যদ্বাণীর সঙ্গে পুরোপুরি মিলে যায়। নতুন এই কণা খোঁজার গবেষণার ফলাফল নেচার সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
ইলিনয় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক পিটার অ্যাবামন্টে বলেন, ‘এটি কোনো পূর্বপরিকল্পিত আবিষ্কার নয়। আপনি নতুন কোনো কিছু খুঁজতে গিয়ে হয়তো এমন কিছু দেখে ফেলেন যা আগে কেউ দেখেনি। এই আবিষ্কার তারই প্রমাণ। ডেমন কণার এই আবিষ্কার অতিপরিবাহিতা বোঝার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এটি কোয়াসিপার্টিকেল ভরহীন। এটি যেকোনো শক্তি ও সম্ভবত যেকোনো তাপমাত্রায় গঠিত হতে পারে।’
বিজ্ঞানী আলী হুসাইন বলেন, ‘প্রথম দিকে আমরা জানতাম না এটি কী। ডেমন কণা মূলধারার পদার্থবিজ্ঞানের খুব পরিচিত ধারণা নয়। সেই সম্ভাবনার কথা প্রথম দিকে এলে আমরা তা হেসে উড়িয়ে দিয়েছিলাম। আমরা যখন অন্যান্য সম্ভাবনা বাতিল করতে শুরু করলাম, তখন আমাদের সন্দেহ হয় যে এটি সত্যিকারের ডেমন কণা।’
সূত্র: পপুলার মেকানিকস
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
টাঙ্গাইলের ৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলে ৮টি আসনের মধ্যে ৭টিতে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন। তবে, টাঙ্গাইল-৫ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে।
আরো পড়ুন:
কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন
বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী
প্রকাশিত তালিকা অনুযায়ী টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ারে) আসনে উপজেলা বিএনপির সদস্য রবিউল আউয়াল লাভলু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইল-৮ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের নাম ঘোষণা করা হয়েছে।
বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর টাঙ্গাইলের বিভিন্ন স্থানে প্রার্থীর সর্থকদের উল্লাস করতে দেখা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে সব আসনে বিএনপির একাধিক মনোনয়নপ্রার্থী ছিল। এর মধ্যে টাঙ্গাইল-৫ (সদর) আসনে একাধিক প্রার্থী থাকলেও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ব্যাপক গণসংযোগে করেছেন। বিএনপির নেতাকর্মীদের ধারণা ছিলো, টুকু ও ফরহাদের মধ্যে একজন টাঙ্গাইল-৫ আসন থেকে মনোনয়ন পাবেন।
ঢাকা/কাওছার/রফিক