কায়রোর ‘মিসরীয় জাদুঘর’ থেকে লাপাত্তা হয়ে গেছে ফারাওয়ের (প্রাচীন মিসরীয় সম্রাট) তিন হাজার বছরের পুরোনো একটি সোনার ব্রেসলেট। অমূল্য ব্রেসলেটটি এখন খুঁজছে মিসর কর্তৃপক্ষ।

মিসরের পর্যটন ও পুরাকীর্তিবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ল্যাপিস লাজুলি (নীল রত্ন) দিয়ে সজ্জিত এ সোনার ব্রেসলেট সর্বশেষ ‘তাহরির স্কয়ারে’ অবস্থিত জাদুঘরটির রেস্টোরেশন ল্যাবরেটরিতে দেখা গিয়েছিল। ব্রেসলেট খোয়া যাওয়ার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পাবলিক প্রসিকিউশন অফিসে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট করা বিবৃতিতে আরও বলা হয়েছে, চোরাচালানের চেষ্টা রোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ব্রেসলেটের ছবি দেশটির সব বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থলসীমান্তে পাঠানো হয়েছে। জাদুঘরটির মহাপরিচালক স্পষ্ট করেছেন, অনলাইনে প্রচার হওয়া ব্রেসলেটের কিছু ছবি হারানো ব্রেসলেটটির নয়; বরং জাদুঘরের প্রদর্শনীকক্ষে থাকা অন্য একটি ব্রেসলেটের।

ব্রেসলেট ছিল মিসরের ‘থার্ড ইন্টারমিডিয়েট পিরিয়ডে’ (খ্রিষ্টপূর্ব আনুমানিক ১০৭৬ থেকে ৭২৩ সাল পর্যন্ত) শাসন করা সম্রাট অ্যামেনেমোপের। তিনি মিসরের ২১তম রাজবংশের স্বল্পপরিচিত, কিন্তু আকর্ষণীয় শাসক ছিলেন।

এই ব্রেসলেট ছিল মিসরের ‘থার্ড ইন্টারমিডিয়েট পিরিয়ডে’ (খ্রিষ্টপূর্ব আনুমানিক ১০৭৬ থেকে ৭২৩ সাল পর্যন্ত) শাসন করা সম্রাট অ্যামেনেমোপের। জাদুঘরের ওয়েবসাইটে বলা হয়েছে, অ্যামেনেমোপ মিসরের ২১তম রাজবংশের স্বল্পপরিচিত, কিন্তু আকর্ষণীয় শাসক ছিলেন। পূর্ব ‘নীল ডেল্টা’র প্রাচীন তানিস শহরের রাজকীয় সমাধিক্ষেত্রের একক কক্ষের সমাধি ‘এনআরটি ফোর’–এ সমাহিত করা হয়েছিল তাঁকে।

তবে কয়েক বছর পর সম্রাটের দেহ পুনরায় ফারাও পসুসেনস প্রথমের পাশে সমাহিত করা হয়। পসুসেনস প্রথম ওই সময়ের সবচেয়ে শক্তিশালী সম্রাটদের একজন ছিলেন। তাঁর সমাধি ১৯৪০ সালে পুনরায় আবিষ্কৃত হয়।

ক্রিস্টোস তসিরোগিয়ানিস কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন ফরেনসিক প্রত্নতাত্ত্বিক। তিনি প্রাচীন নিদর্শন ও শিল্পকর্মের আন্তর্জাতিক চোরাচালান নেটওয়ার্কবিষয়ক গবেষণার বিশেষজ্ঞ।

ব্রেসলেট হারানোর খবর ‘অবাক করার মতো নয়’। কেননা প্রাচীন নিদর্শনের জন্য বিশাল বাজার আছে।ক্রিস্টোস তসিরোগিয়ানিস, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক প্রত্নতাত্ত্বিক

তসিরোগিয়ানিস বলেন, ব্রেসলেট হারানোর খবর ‘অবাক করার মতো নয়’। কেননা প্রাচীন নিদর্শনের জন্য বিশাল বাজার আছে। তিনি ব্রেসলেটটির পরিণতি নিয়ে সম্ভাব্য কিছু ঘটনার ব্যাখ্যা দিয়েছেন।

প্রথম সম্ভাবনা হলো, ব্রেসলেটটি চুরির পর বাইরে পাচার করা হয়েছে। সে ক্ষেত্রে এটি শিগগিরই বা পরে কোনো এক সময় অনলাইনে, কোনো ডিলারের গ্যালারিতে বা নিলাম ঘরে দেখা দিতে পারে। তখন এটির সঙ্গে ‘নকল উৎসপত্র বা অস্পষ্ট তথ্য’ জুড়ে দেওয়া হতে পারে।

দ্বিতীয় সম্ভাবনা হলো, সোনা পেতে ব্রেসলেটটি গলিয়ে ফেলা হয়েছে। তসিরোগিয়ানিস বলেন, এটি সরাসরি বিক্রি করার চেয়ে কম লাভজনক হবে। কিন্তু তাতে চিহ্নিত হওয়া বা ধরা পড়ার ঝুঁকি কমবে।

সেই সোনার ব্রেসলেট, যা আনুমানিক তিন হাজার বছরের পুরোনো বলে বিশ্বাস করা হচ্ছে। কায়রো জাদুঘরের ‘রেস্টোরেশন ল্যাবরেটরি’ থেকে হারিয়ে গেছে এটি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ দ ঘর

এছাড়াও পড়ুন:

বাংলাদেশিদের জন্য পুনরায় ভিসা চালুর অনুরোধ বাহরাইনকে

বাংলাদেশের ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ, আধা দক্ষ শ্রমিকসহ সব নাগরিকের জন্য ভিসা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। দুই দেশের জনগণের সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে তিনি এ অনুরোধ জানান।

বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে গতকাল শনিবার দেশটির উপস্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খালিফা আল ফাদেলের সঙ্গে বৈঠকে তৌহিদ হোসেন এই অনুরোধ জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রাতে এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। আন্তর্জাতিক নিরাপত্তা গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সিকিউরিটি স্টাডিজ (আইআইএসএস) এ সংলাপের আয়োজন করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পররাষ্ট্র উপদেষ্টা বাহরাইনে বাংলাদেশি কমিউনিটির কল্যাণ নিশ্চিত এবং সামাজিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে সে দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ‘ফ্যামিলি ভিসা’ প্রদানের বিষয়টি বিবেচনার অনুরোধ জানিয়েছেন।

বাহরাইনের উপস্বরাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনীতিতে বাংলাদেশের নাগরিকদের অবদানের প্রশংসা করেন। তিনি জানান, তাঁর দেশের সরকার বাংলাদেশিদের জন্য ধাপে ধাপে ভিসাসুবিধা পুনরায় চালুর কাজ করছে।

বৈঠকে উভয়ে দুদেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তরে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।

তৌহিদ হোসেন ২১তম মানামা সংলাপের অধিবেশনের পাশপাশি বাহরাইনে আরও কিছু অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এসব আয়োজনে বিশ্বনেতা, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতিনির্ধারকেরা আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশিদের জন্য পুনরায় ভিসা চালুর অনুরোধ বাহরাইনকে
  • বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা চালুর অনুরোধ