সোনারগাঁয়ে জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১১
Published: 12th, January 2025 GMT
সোনারগাঁয়ে জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, পাকুন্দা এলাকার এশিয়ান হাইওয়ে রাস্তার পাশে একটি জমি দখলকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয়।এই ঘটনায় ৩১ শে ডিসেম্বর সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মকবুল হোসেন ভূইয়া।
অভিযোগ পেয়ে ঘটনাস্থলে তালতলা তদন্ত কেন্দ্রের এসআই সোহেল রানা ঘটনান্থল পরিদর্শন করে দুই পক্ষকে সমাধানের জন্য ১৭ জানুয়ারি তালতলা তদন্ত কেন্দ্রে বসার আহ্বান জানালে , দুই পক্ষ এতে রাজী হন।
পরবর্তীতে মকবুল হোসেন এর বিবাদী পক্ষ প্রশাসনের কথা অমান্য করে এবং ১৪৫ দ্বারা লঙ্ঘন করে ৯ জানুয়ারি ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার ইব্রাহীম মিয়ার নেতৃত্বে জমি দখলে গেলে সংঘর্ষ বাঁধে। এতে আহত হন মুকুল হোসেন এবং সামির হোসেন।
তাঁরই জের ধরে ১১ জানুয়ারি (শনিবার) সন্ধ্যায় আবার দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে, এতে দুই দুই গ্রুপের প্রায় ১১জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই বিষয়ে মুকবুল হোসেনের কাছে জানতে চাইলে মুকবুল হোসেন বলেন, আমবাগ গ্রামে প্রয়াত আবু সিদ্দিক মোল্লা স্মৃতি নাইট ডিগবার টুর্নামেন্টে আমাদের ফাইনাল খেলা ছিল।
সেখানে উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মুজাহিদ মল্লিক সহ উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন।
আমরা খেলায় জয়লাভ করি পরে আনন্দ মিছিল করে বাড়ি ফিরছিলাম। পথে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী আওয়ামী লীগের দালাল ইব্রাহীম মেম্বারের নেতৃত্বে ইসমাইল, মোহাম্মদ আলী, সাকিব, নিজাম সরকার, কাজীন, সাব্বিরসহ অজ্ঞাত ১০/১৫ জনের একটি সন্ত্রাসী দল, রাম দা, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়।
এতে আমাদের মেহেদী হাসান, উজ্জ্বল, মুকবুল হোসেন ভূঁইয়া, মোহাম্মদ হোসেন, আওলাদ হোসেন, আঁখি বেগম, মুকুল ভূঁইয়া, সামির হোসেনসহ প্রায় ৮ জন আহত হয়। পরে সন্ত্রাসী দল আমার বাড়িতে গিয়ে আগুন জ্বালিয়ে দেয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে তবে মুকুল ভূঁইয়া এবং উজ্জ্বল ভূঁইয়ার অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে জানতে চাইলে তালতলা পুলিশ ফাড়ির ইনচার্জ ফেরদৌস আহমেদ বলেন, অভিযোগ পাওয়া হয়ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Narayanganj Times
এছাড়াও পড়ুন:
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।
কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে প্রাথমিকভাবে বিএনপি নেতা ফজলুর রহমানের নাম ঘোষণা করেছে দলটি।
মির্জা ফখরুল বলেন, ‘‘আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে ভোটের মাঠে লড়বেন অ্যাডভোকেট ফজলুর রহমান। তবে, ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে।’’
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব