সিলেটের বিপক্ষে চট্টগ্রামের রানের পাহাড়
Published: 13th, January 2025 GMT
চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ব্যাটিংয়ে ঝড় তুলে ২০৪ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে চিটাগং কিংস। রোববার (১৩ জানুয়ারি) বন্দরনগরীর দলটি টস হেরে ব্যাট করতে নেমে এই বিশাল স্কোর গড়ে।
প্রথমে ব্যাট করতে নেমে উসমান খান শুরুটা ভালো করলেও দ্রুতই বিদায় নেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ডাক পাওয়া পারভেজ ইমন। মাত্র ৭ রান করে সাজঘরে ফেরেন তিনি। তবে তিনে নেমে গ্রাহাম ক্লার্কের সঙ্গে মিলে রানের গতি ধরে রাখেন উসমান।
উসমান খান ৩২ বলে ফিফটি তুলে নেন, তবে এর দুই বল পরেই ক্যাচ দিয়ে ফেরেন। অপর প্রান্তে থাকা গ্রাহাম ক্লার্কও দ্রুতগতিতে রান তুলতে থাকেন এবং ২৮ বলে ফিফটি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৩৩ বলে ৬০ রান করে আউট হন তিনি।
মোহাম্মদ মিথুন ১৯ বলে ২৮ রান করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরপর শামীম হোসেন ১ রান করে আউট হলেও চট্টগ্রামের ইনিংস সামাল দেন হায়দার আলি। ১৮ বলের ঝোড়ো অপরাজিত ৪২ রানের ইনিংসে ভর করে চিটাগং কিংস সংগ্রহ দাঁড় করায় ২০৩ রান।
সিলেট স্ট্রাইকার্সের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন তানজিম সাকিব, তিনি দুটি উইকেট শিকার করেন। নাহিদুল ইসলাম, রুয়েল মিয়াহ ও আরিফুল হক একটি করে উইকেট তুলে নেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান
বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, করিডোর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে।
আজ বৃহস্পতিবার ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিস্তারিত আসছে...