ইউআইইউতে আন্তঃবিশ্ববিদ্যালয় আন্ডারগ্র্যাজুয়েট রির্সাচ সিম্পোজিয়াম
Published: 13th, January 2025 GMT
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে গবেষণা প্রতিযোগতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) ইউআইইউ এর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের উদ্যোগে এ “আন্ডারগ্র্যাজুয়েট রির্সাচ সিম্পোজিয়াম (ইউআরএস) ২০২৪” শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ইউআইইউ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর চেয়ারম্যান অধ্যাপক এমেরিটাস ড. এম রিজওয়ান খান প্রমুখ।
ইউআইইউ এর উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন ইউআরএস২০২৪ এর আহ্বায়ক ও ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের অধ্যাপক ড. মোহাম্মদ এইচআর জোয়ার্দার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মুসা।
এ সিম্পোজিয়ামটি হলো পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের মধ্যে একটি একাডেমিক গবেষণা প্রতিযোগিতা। বিশেষ করে ব্যবসায় বিভাগে শিক্ষার ক্ষেত্রে তরুণ শিক্ষার্থীদের মধ্যে গবেষণা সংস্কৃতি বৃদ্ধি করার জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দেশের বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক তরুণ শিক্ষার্থী এই গবেষণা প্রতিযোগিতায় দুইটি ডোমেইনের মাধ্যমে অংশগ্রহণ করেন। এদের থেকে ১০টি দলকে চুড়ান্ত পর্যায়ে মনোনয়ন দেওয়া হয়। অংশগ্রহণকারীদের প্রসংশাপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
চূড়ান্ত প্রতিযোগিতায় প্রতি বিষয়ে সেরা রির্সাচ পেপারকে প্রথম পুরস্কার হিসাবে ১ লাখ টাকা এবং প্রথম রানার আপকে ৬০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার আপকে ৪০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
ডোমেইন-১ এ চ্যাম্পিয়ন হয়েছেন, ইউআইইউ শিক্ষার্থী রামিসা রুতবাতা হোসাইন অবন্তিকা ও রাজিন আল-তানজিম ভূঁইয়া। প্রথম রানার আপ হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের ফাইয়াজ বিন জুলফিকার ও সামিহা তাসনিম প্রমি এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন আছিয়া বেগম, মারুফ হাসান আরিফ, মেসবাহ আমিন ও মাকসুদুর রহমান।
ডোমেইন-২ এ চ্যাম্পিয়ন হয়েছেন ইউআইইউ শিক্ষার্থী মুহতাসিম আহমেদ চৌধুরী। প্রথম রানার আপ হয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) শিক্ষার্থী তৌসিফ আবরার ফাইয়াজ, নুর আফরিন চৌধুরী অনন্যা ও মাইশা জাহিন। দ্বিতীয় রানার আপ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আইবিএ এর শিক্ষার্থী তারিফ হাসান, রাফিয়া তাবাসসুম সারা ও আয়মান ইলিয়াস চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ঢাবি উপাচার্য বলেন, “একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় জীবন থেকে গবেষণায় জড়িত থাকা দরকার। এ ধরনের সম্পৃক্ততা তাদের বিদেশে উচ্চশিক্ষার জন্য বেশি অনুপ্রেরণা যোগাবে এবং ভবিষ্যতে একজন গবেষক হওয়ার জন্য এই সিম্পোজিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
ঢাকা/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।
আরো পড়ুন:
যে আসন থেকে লড়বেন তারেক রহমান
২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, ৩টি আসনে লড়বেন খালেদা জিয়া
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয়।
এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ঢাকা-৮ আসনের সম্ভ্যাব্য প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।”
মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচন প্রায় ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।”
বিএনপি মহাসচিব বলেন, “দিনাজপুর-৩ থেকে আগামী নির্বাচনে অংশ নেবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকেও লড়বেন তিনি।”
সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ