মাটির নিচে চাপা পড়ার ৩০ মিনিট পর জীবিত উদ্ধার
Published: 14th, January 2025 GMT
পাকা ভবনের কাজ করার সময় মাটি চাপা পড়েন রুবেল শেখ (২৩) নামের এক শ্রমিক। এলাকাবাসী ও আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের সহায়তায় ৩০ মিনিট পর জীবিত তাকে উদ্ধার করা হয়েছে। তিনি পৌরসভার শ্রীরামপুর গ্রামের মাফুজার শেখের ছেলে।
আজ মঙ্গলবার সকালে আলফাডাঙ্গা পৌরসভার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে রুবেলকে।
শ্রীরামপুর গ্রামের মোশারফ হোসেনের পাকা ভবন করার জন্য হাউজ খননের কাজ করছিলেন সাত শ্রমিক। এ সময় পাড়ের মাটি ভেঙে পড়ে চাপা পড়েন শ্রমিক রুবেল। খবর পেয়ে তাকে উদ্ধারে অন্য শ্রমিকদের সঙ্গে এলাকাবাসী যোগ দেন। ছুটে আসেন আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের লোকজন। ৩০ মিনিটের চেষ্টায় তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।
ভবনের মালিক শ্রীরামপুরের বাসিন্দা মোশরাফ হোসেন জানান, চারতলা ভবন করার জন্য খননের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এসময় মাটির দেয়াল ভেঙে একজন শ্রমিক মাটি চাপা পড়েন। তার সব চিকিৎসার ব্যয় বহন করা হবে।
আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবিদ হোসেন জানান, শ্রমিক রুবেল শেখ এখন ভালো আছেন। তার হাতের কিছু অংশ কেটে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আসলাম হোসেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।