লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল আজিজের বাড়ি থেকে একটি রাইফেল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী। আজ সোমবার সকালে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। তবে অভিযানের সময় বিএনপি নেতা আজিজ বাড়িতে ছিলেন না।

অস্ত্র উদ্ধারের ঘটনায় হাজিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আবদুর রহিম বাদী হয়ে আজ দুপুরে রায়পুর থানায় একটি মামলা করেছেন। মামলায় আমিনুল আজিজকে প্রধান আসামি করা হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাদশার গ্রামের বাড়ি চর কাছিয়া এলাকায় অভিযান চালানো হয়েছে। এ সময় তাঁর ঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হয়। আজিজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দক্ষিণ চরবংশী এলাকাটি মেঘনা নদীঘেঁষা প্রত্যন্ত চরাঞ্চল হওয়ায় দীর্ঘদিন ধরে সেখানে ভূমি দখল ও নদী থেকে বালু তোলা নিয়ে স্থানীয় বিভিন্ন পক্ষের মধ্যে বিবাদ চলে আসছে। আমিনুল আজিজের বিরুদ্ধেও চরের কয়েক শ একর জমি জবরদখল করে রাখার অভিযোগ রয়েছে।

যৌথ বাহিনীর অভিযান প্রসঙ্গে জানতে চাইলে আমিনুল আজিজ বলেন, একটি চক্র ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসাতে ঘরে অস্ত্র রেখেছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণ: র‍্যাবের হাতে আরেক আসামি গ্রেপ্তার

ঢাকার সাভারে টিউশনি থেকে বাসায় ফেরার পথে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীকে (২৫) ধর্ষণের অভিযোগে বিপ্লব রোজারিওকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। তিনি ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার ২ নম্বর আসামি।

সোমবার (২০ অক্টোবর) বেলা সোয়া ৩টার দিকে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‍্যাবের হোয়াটসঅ্যাপ গ্রুপে (মিডিয়া) দেওয়া এক ক্ষুদে বার্তায় নিশ্চিত করা হয়েছে।

আরো পড়ুন:

গাজীপুরে শিশু ধর্ষণের প্রতিবাদে রাবিতে মানববন্ধন

সাভারে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ, মূল অভিযুক্ত গ্রেপ্তার

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৪ (সিপিসি-২) এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম বলেন, “আমরা ৩টা ১৫ মিনিটের দিকে তাকে গ্রেপ্তার করেছি। বিস্তারিত পরে জানানো হবে।”

এ নিয়ে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার তিন আসামিই গ্রেপ্তার হলো। 

এর আগে, রবিবার (১৯ অক্টোবর) রাতে এই মামলার প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওকে (৩৭) গাজিপুর থেকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

মামলায় সোহেল রোজারিও বিরুদ্ধে ভুক্তভোগী তরুণীকে ধর্ষণ এবং বাকীদের বিরুদ্ধে ধর্ষণে সহযোগীতার অভিযোগ আনা হয়েছে।

ঢাকা/আরিফুল/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ