বিএনপি নেতার বাড়িতে মিলল রাইফেল ও গুলি
Published: 20th, October 2025 GMT
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল আজিজের বাড়ি থেকে একটি রাইফেল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী। আজ সোমবার সকালে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। তবে অভিযানের সময় বিএনপি নেতা আজিজ বাড়িতে ছিলেন না।
অস্ত্র উদ্ধারের ঘটনায় হাজিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আবদুর রহিম বাদী হয়ে আজ দুপুরে রায়পুর থানায় একটি মামলা করেছেন। মামলায় আমিনুল আজিজকে প্রধান আসামি করা হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাদশার গ্রামের বাড়ি চর কাছিয়া এলাকায় অভিযান চালানো হয়েছে। এ সময় তাঁর ঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হয়। আজিজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দক্ষিণ চরবংশী এলাকাটি মেঘনা নদীঘেঁষা প্রত্যন্ত চরাঞ্চল হওয়ায় দীর্ঘদিন ধরে সেখানে ভূমি দখল ও নদী থেকে বালু তোলা নিয়ে স্থানীয় বিভিন্ন পক্ষের মধ্যে বিবাদ চলে আসছে। আমিনুল আজিজের বিরুদ্ধেও চরের কয়েক শ একর জমি জবরদখল করে রাখার অভিযোগ রয়েছে।
যৌথ বাহিনীর অভিযান প্রসঙ্গে জানতে চাইলে আমিনুল আজিজ বলেন, একটি চক্র ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসাতে ঘরে অস্ত্র রেখেছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
লোক হাসায় কমেডিয়ান, কিন্তু...
ওটিটি প্ল্যাটফর্ম চরকি অরিজিনাল ‘ডিমলাইট’ ফিল্ম মুক্তি পেয়েছে গতকাল রাতে। শরাফ আহমেদ জীবনের নতুন এই সিনেমার প্রধান চরিত্রে আছেন মোশাররফ করিম। ফিল্মটির সহপ্রযোজনায় আছে প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়াল।
তবে এত বছরের অভিনয়জীবনে এই সিনেমায় প্রথমবার স্ট্যান্ড-আপ কমেডিয়ানের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। যেখানে মানুষের দৈনন্দিন যন্ত্রণা, হতাশা ও ব্যর্থতাকেই হাসির ভাষায় প্রকাশ করতে হয়। এখানে তিনি এমন এক মধ্যবয়সী মানুষ, যে মানুষকে হাসিয়ে জীবিকা নির্বাহ করে; কিন্তু নিজের জীবনের হাসিটাই হারিয়ে ফেলেছে।
‘ডিমলাইট’ কেবল একটি কমেডি নয়। এই সিনেমা মূলত হাসির আড়ালে লুকিয়ে থাকা এক গভীর সংকটের গল্প বলে। মোশাররফ করিমের চরিত্রটি ভুগছেন তথাকথিত মিডলাইফ ক্রাইসিসে। যেখানে দায়িত্ব, সংসার, কাজ আর সম্পর্কের চাপে ধীরে ধীরে আলো-আঁধারিতে ঢাকা পড়ে জীবনের মূল অনুভূতিগুলো। নির্মাতা শরাফ আহমেদ জীবনের ভাষায়, ‘জীবনের অনেক সমস্যা আছে, যেগুলো প্রচণ্ড আলোতেও দেখা যায় না আবার ঘুটঘুটে অন্ধকারেও নয়। সেগুলো দেখতে দরকার পরিমিত আলো, ঠিক সেই কারণেই “ডিমলাইট”। এই প্রতীকী আলোতেই দর্শক দেখতে পাবেন মোশাররফ করিমের একেবারে ভিন্ন রূপ।’
সেনসেশন কনডমস প্রেজেন্টস চরকি অরিজিনাল ফিল্ম ‘ডিমলাইট’ পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন। গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নাহিদ হাসনাত। সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরিচালক শরাফ আহমেদ নিজেই। মোশাররফ করিমের সঙ্গে আরও অভিনয় করেছেন তানজিকা আমিন ও পারসা ইভানা।
চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়, ‘মোশাররফ করিম চরকিতে ফিরছেন আরও একটি নতুন রূপে