রাশিয়া-মরক্কো থেকে ৩৯৬ কোটি টাকার সার কিনবে সরকার
Published: 16th, January 2025 GMT
রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় রাশিয়া থেকে ৩০ হাজার মেট্রিক টন এমওপি এবং মরক্কো থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৩৯৬ কোটি ৫ লাখ ৫৯ হাজার ২০০ টাকা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয় থেকে রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার ‘প্রডিনটর্গ’ এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে সই হওয়া চুক্তির আওতায় ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাব দেওয়া হয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।
আরো পড়ুন:
খাদ্য নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ সরকারের
সর্বদলীয় বৈঠকে বিএনপিসহ বিভিন্ন দলের প্রতিনিধি
এই সারের মোট ক্রয় মূল্য ধরা হয়েছে ১০৬ কোটি ৯১ লাখ ৫৯ হাজার ২০০ টাকা। প্রতি মেট্রিক টন এমওপি সারের দাম ধরা হয়েছে ২৯২ দশমিক ১২ মার্কিন ডলার।
বৈঠকে কৃষি মন্ত্রণালয় থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি নিউট্রোক্রপস ও বিএডিসির মধ্যে সই হওয়া চুক্তির আওতায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির আর একটি প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাবটিও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।
এই ডিএপি সারের ক্রয় মূল্য ধরা হয়েছে ২৮৯ কোটি ১৪ লাখ টাকা। প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ৫৯২ দশমিক ৫০ মার্কিন ডলার।
ঢাকা/হাসনাত/এসবি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হ জ র ম ট র ক টন চ ক ত র আওত য় উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
৭০ হাজার টন সার আমদানি, ব্যয় ৪৫২ কোটি এক লাখ টাকা
কৃষি খাতে ব্যবহারের জন্য রাষ্ট্রীয় চুক্তির আওতায় সৌদি আরব থেকে ৭০ হাজার মেট্রিক টন সার আমদানির দুটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংকান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। প্রস্তাব দুটিতে মোট ব্যয় হবে ৪৫২ কোটি ১ লাখ টাকা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় প্রস্তাব তিনটিতে অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় সৌদি আরব থেকে ৫ম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি (ডাই এ্যামোনিয়াম ফসফেট) সার আমদানি করা হবে। বিএডিসির সৌদি আরব থেকে চুক্তির মাধ্যমে ডিএপি সার আমদানি করা হয়। এর আগে সম্পাদিত চুক্তির কার্যক্রম সম্পন্ন হওয়ায় ২০২৪ সালের ১৫ ডিসেম্বর পুনরায় চুক্তি স্বাক্ষরিত হয়। সার আমদানি চুক্তিতে উল্লিখিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসারে সারের মূল্য নির্ধারণ করে সৌদি আরব থেকে ৫ম লটে ৪০ হাজার টন ডিএপি সার আমদানিতে বর্তমান আন্তর্জাতিক বাজার মূল্য ২ কোটি ৭৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ৩৩৩ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকা ব্যয় হবে। প্রতি মেট্রিক টন ডিএপি সারের দাম ৬৮৪ মার্কিন ডলার। ২০২৪-২০২৫ অর্থবছরে বিএডিসির ডিএপি সার আমদানির লক্ষ্যমাত্রা ৮.৭৯ লাখ মেট্রিক টন, এ পর্যন্ত আমদানি হয়েছে ৫.৯৩ লাখ মেট্রিক টন।
সভায় রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় রাশিয়া থেকে ১০ম লটে ৩০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। সভায় কমিটি সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএডিসির রাশিয়া হতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে এমওপি সার আমদানি করা হয়। এর আগে সম্পাদিত চুক্তির কার্যক্রম সম্পন্ন হওয়ায় চুক্তি পুনরায় চুক্তি নবায়ন করা হয়। সার আমদানি চুক্তিতে উল্লিখিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসারে রাশিয়া হতে ১০ম লটে ৩০ হাজার টন এমওপি সার আমদানি করা হবে। যার বর্তমান আন্তর্জাতিক বাজার মূল্য ৯৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ১১৮ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা। প্রতি মেট্রিক টন এমওপি সার ৩২৩ মার্কিন ডলার। ২০২৪-২০২৫ অর্থবছরে বিএডিসি কর্তৃক এমওপি সার আমদানির লক্ষ্যমাত্রা ৫.৭৯ লাখ মেট্রিক টন। এর মধ্যে রাশিয়া থেকে আমদানি করা হবে ২.৭২ লাখ মে.টন। এ পর্যন্ত আমদানি ২.১৮ লাখ মেট্রিক টন।
ঢাকা/হাসনাত/সাইফ