বগুড়া সদর থানার হত্যাচেষ্টা মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে শহরের সেউজগাড়ী ঈদগাহ লেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মকবুল হোসেন এক যুগ পলাতক ছিলেন। তার বাড়ি শহরের ঠনঠনিয়া শহিদনগর এলাকায়। শুক্রবার র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
 
জানা গেছে, ২০১৩ সালের একটি হত্যাচেষ্টার মামলায় মকবুলের বিরুদ্ধে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত। গ্রেপ্তার এড়াতে ১২ বছর আত্মগোপনে ছিলেন মকবুল। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।

কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে প্রাথমিকভাবে বিএনপি নেতা ফজলুর রহমানের নাম ঘোষণা করেছে দলটি।

মির্জা ফখরুল বলেন, ‘‘আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে ভোটের মাঠে লড়বেন অ্যাডভোকেট ফজলুর রহমান। তবে, ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে।’’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ