সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবীর বিন আনোয়ার ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

রোববার দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক খায়রুল হাসান বাদী হয়ে কবীর বিন আনোয়ার ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলা দায়ের করেন। অপর অনুসন্ধান কর্মকর্তা আব্দুস শহীদের বিরুদ্ধে মামলা করেছেন। 

এজাহারে বলা হয়, কবীর বিন আনোয়ারের নামে প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। তাঁর স্ত্রী তৌফিকা আহমেদের বিরুদ্ধে ৪ কোটি টাকার অবৈধ সম্পদ রয়েছে। উভয়ের ১৫টি ব্যাংক হিসাবে ২৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য মিলেছে।  

এজাহারে বলা হয়েছে, সাবেক মন্ত্রী আবদুস শহীদের বিরুদ্ধে ৮ কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। তিনি ১৮টি ব্যাংক হিসাবে ২৭ কোটি টাকার লেনদেন করেছেন।  

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।

মেটা রেব্যান ডিসপ্লে

সম্পর্কিত নিবন্ধ