গাড়িচাপায় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে এক বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া ইজতেমা মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও হাইওয়ে থানা সূত্রে জানা যায়, সড়কে মাথা বিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে হাটহাজারী মডেল থানা-পুলিশকে জানান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে তারা বিষয়টি হাইওয়ে পুলিশকে জানায়। নাজিরহাট হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় হাইওয়ে পুলিশ।
নাজিরহাট হাইওয়ে পুলিশের এসআই শাহেদ জানান, মির্জাপুর ইউনিয়নের চারিয়া ইজতেমার মাঠের সামনে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ মারা গেছেন এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় হাইওয়ে পুলিশ। ঘটনাস্থল থেকে মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃদ্ধের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছে হাইওয়ে পুলিশ।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকা, আপনার আসনে কে
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পেয়েছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। জাতীয় সংসদের আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোট শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
ঢাকায় বিএনপির মনোনয়ন পেলেন যারা
ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন মির্জা আব্বাস
দেখে নিন আপনার আসনে বিএনপির প্রার্থী কে
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ