ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে ২ কর্মচারি উপর সন্ত্রাসী হামলা চালিয়ে ৭ কার্টুন মশার কয়েল  ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে  প্রতিপক্ষ ব্যবসায়ী রতন দত্ত ও তার সন্ত্রাসী বাহিনী বিরুদ্ধে  ।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আব্দুল মান্নান ওরফে এনামুল হক বাদী হয়ে বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বিকেলে রতন দত্তসহ ৩ জনের নাম উল্লেখ্য করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে গত বুধবার (২২ জানুয়ারী) রাত ৮টায় শহরের নিতাইগঞ্জ এলাকায় এ ঘটনাটি ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর থানার কৃঞ্চপুর এলাকার মৃত মোহাম্মদ বেপারী ছেলে আব্দুল মান্নান ওরফে এনামুল হক মিয়া দীর্ঘদিন ধরে শহরে ও বন্দরে মশার কয়েলের ব্যবসা চালিয়ে আসছিল। এদিকে শহরের নিতাইগঞ্জস্থ নলুয়াপাড়া এলাকার মামুন মিয়া বাড়ি ভাড়াটিয়া রতন দত্ত মশার কয়েলের ব্যবসা করার জন্য আব্দুল মান্নান মিয়ার কাছে ডিলারশীপ নিযুক্ত হয়। এ সুবাদে রতন দত্ত বিভিন্ন সময়ে আব্দুল মান্নান মিয়ার কাছ থেকে বাকিতে মশার কয়েল ক্রয় করত। 

এর ধারাবাহিকতা গত ৩ অক্টোবর ডিলার রতন দত্ত আব্দুল মান্নান মিয়ার কাছ থেকে ২৫০ কার্টুন বেগুনী নিউ সোলার ও ১০ কার্টুন  সুপার কয়েল যার মূল্য ২ লাখ ৭৬ হাজার ৯'শ টাকা   ৪৫ দিনের মধ্য পরিশোধ করার  কথা বলে বাকিতে  ক্রয় করে। পরে ডিলার রতন দত্ত পাওনা টাকা না দিয়ে বিভিন্ন ভাবে তালবাহানাসহ উল্টা আব্দুল মান্নান মিয়ার নিকট টাকা দাবি করে।

এ ব্যাপারে  উভয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিতিতে একাধিকবার মিমাংসা চেষ্টা করা হলেও রতন দত্ত কোন প্রকার মিমাংসা আসেনি উল্টা হুমকি দামকি প্রদর্শন করে আসছে।

এর ধারাবাহিকতা গত বুধবার (২২ জানুয়ারি) রাত ৮টায় আব্দুল মান্নান কর্মচারি  মনির হোসেন (৩০) ও ফারুক (২৮) মশার কয়েল ডেলিভারি দিতে আসলে ওই সময় রতন দত্ত ও তার বাড়িওয়ালা মামুন এবং ইসমাইলসহ অজ্ঞাত নামা ৪/৫ জন সন্ত্রাসী তাদেরকে বেদম ভাবে পিটিয়ে ৪ কার্টুন নিউ সোলার ও ৩ কার্টুন সুপার সোলার প্লাস যার মূল্য ৯ হাজার ৫শ’ ১০টাকা মালামাল জোর পূর্বক ছিনিয়ে নেয়।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ব যবস

এছাড়াও পড়ুন:

সীমান্তে পলিথিন ব্যাগে পাওয়া গেল ৩০ হাজার ডলার

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার সকালে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের মাদরা বিওপির একটি দল সেখানে অভিযান চালায়।

গতকাল রাতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ১৩/৩-এস সীমান্ত পিলারের কাছে তেঁতুলতলা এলাকা দিয়ে বিপুল পরিমাণ মার্কিন ডলার ভারতে পাচার হতে পারে। এরপর অধিনায়কের নির্দেশে একটি দল কৌশলে সেখানে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একজনকে ধাওয়া করলে তিনি হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে ১০০ ডলারের তিনটি বান্ডিলে ৩০ হাজার ডলার পাওয়া যায়।

লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বলেন, উদ্ধার করা ডলার কোর্টের আদেশ গ্রহণ ও আইনি প্রক্রিয়া সম্পন্নের পর সাতক্ষীরা ট্রেজারিতে জমা দেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ