হাজারীবাগে ব্যবসায়ীকে গুলি করে ৭০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ
Published: 24th, January 2025 GMT
রাজধানীর হাজারীবাগে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে দুর্বৃত্তরা ৭০ ভরি স্বর্ণ ও নগদ চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ স্বর্ণ ব্যবসায়ীর নাম সজল রাজবংশী।
জয় রাজবংশী বলেন, আমার বড় ভাই সজল রাজবংশী কামরাঙ্গীরচর এলাকার ইতি জুয়েলার্সের মালিক। তিনি গতকাল রাতে তার জুয়েলারি দোকান বন্ধ করে ব্যাগের মধ্যে ৭০ ভরি স্বর্ণ ও নগদ চার লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে হাজারীবাগের জেলেপাড়ার বাসায় ফিরছিলেন। পথে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় মোটরসাইকেলে করে আসা চার-পাঁচজন ব্যক্তি সজল রাজবংশীর বাঁ পায়ে গুলি কর তার কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে যান। পরে আহত অবস্থায় সজল রাজবংশীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
তিনি বলেন, ঢামেক হাসপাতালে ভাই প্রাথমিক চিকিৎসা নেন। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল