প্রথমবারের মতো পটুয়াখালী আসছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। তার আগমন উপলক্ষে প্রস্তুত করা হয়েছে ১০টি মাঠ। পুরো শহর সাজানো হয়েছে নতুন সাজে।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পৌর শহরের পুলিশ লাইন্স অথবা শহীদ আবুল হোসেন স্টেডিয়াম মাঠে নামবেন তিনি। সন্ধ্যায় পৌর শহরের শহীদ মিনার মাঠে তার আলোচনার কথা রয়েছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ধর্মপ্রাণ মুসলমান ও তার ভক্তরা মাঠে আসতে শুরু করেছেন। অনেকে এক দিন আগেই চলে এসেছেন। আয়োজক কমিটি আশা করছেন, মাহফিল উপলক্ষে ১০ লাখ মানুষের সমাগম ঘটবে।

এদিকে, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল্লাহ আন নাহিয়ান বলেন, ‘‘আমদের সকল প্রস্তুতি সম্পন্ন। শৃঙ্খলা রক্ষায় এক হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। আশা করছি, সবার সহযোগিতায় মাহফিল সুন্দরভাবে সম্পন্ন হবে।’’

পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ‘‘অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে তৎপর রয়েছে। এছাড়া, যান চলাচল স্বাভাবিক রাখতে মাঠে ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ করবেন।’’

ঢাকা/ইমরান/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন, মেসির উপহার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার (১৭ সেপ্টেম্বর) পা রাখলেন জীবনের এক বিশেষ মাইলফলকে। তিনি পূর্ণ করলেন ৭৫ বছর। জন্মদিন উপলক্ষ্যে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে শাসকদলের নেতাদের পাশাপাশি বিরোধী দলের নেতারাও মোদিকে শুভেচ্ছায় ভাসিয়েছেন। 

বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও বিশিষ্ট ব্যক্তিরাও ভারতীয় প্রধামন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত দুটি ঘটনা হলো- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ এবং আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির পাঠানো উপহার।

আরো পড়ুন:

শান্তি স্থাপনের লক্ষ্যে আত্মসমর্পণ ও অস্ত্রত্যাগের প্রস্তাব মাওবাদীদের

মাদক পাচারে অভিযুক্ত ১৬ হাজার বিদেশিকে বহিষ্কার করবে ভারত

ইন্ডিয়ার এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাতে মোদিকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্যিক সহযোগিতা ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মোদি নিজেই সেই খবর শেয়ার করে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, “৭৫তম জন্মদিনের শুভেচ্ছার জন্য ধন্যবাদ বন্ধু। ভারত-আমেরিকার সম্পর্ক আরো উচ্চতায় নিয়ে যেতে চাই।”

এছাড়াও রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে শান্তিপূর্ণ সমাধানের পথে ট্রাম্পের উদ্যোগকে ভারত সমর্থন করছে বলেও উল্লেখ করেছেন মোদি।

কূটনৈতিক মহল মনে করছে, সাম্প্রতিক টানাপোড়েন সত্ত্বেও এই ফোনালাপ দিল্লি-ওয়াশিংটন সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে। 

অন্যদিকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি নরেন্দ্র মোদির জন্য পাঠিয়েছেন নিজের স্বাক্ষর করা একটি বিশেষ জার্সি। মোদির জন্মদিন উপলক্ষে এই উপহারকে ভারত-আর্জেন্টিনা ক্রীড়া সম্পর্কের বন্ধুত্বের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের বড়নগরে জন্ম নেওয়া নরেন্দ্র মোদি ছোটবেলা থেকেই আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন। রাজনৈতিক জীবনের দীর্ঘ ২৪ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় তিনি প্রথমে গুজরাটের মুখ্যমন্ত্রী এবং বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন। তার নেতৃত্বে ভারত অর্থনীতি, মহাকাশ গবেষণা ও বৈদেশিক নীতিতে নতুন উচ্চতায় পৌঁছেছে বলে দাবি ক্ষমতাসীন দল বিজেপির। 

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
  • দুর্গাপূজায় নিরাপত্তায় সতর্ক অবস্থায় থাকবে পুলিশ: আইজিপি
  • শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিঙ্গাইরের ৭৭ মণ্ডপে অনুদান বিতরণ
  • শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বন্দরে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত 
  • মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন, মেসির উপহার
  • ‎পূজাকে  ঘিরে আইনশৃঙ্খলায় বাহিনী তৎপর : ডিসি
  • নুরুল হকের ওপর হামলার ঘটনায় জি এম কাদেরের বিরুদ্ধে মামলার আবেদন
  • ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর দুই হাজার সদস্য
  • ফরিদপুরে অবরোধ শনিবার পর্যন্ত স্থগিত
  • আসন্ন নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের